যে কথা কম বলে, সে নাকি বেশি বুদ্দিমান। তাই আমিও কম কথা বলি ও লিখি।
আইফোন তার ‘পারা’র তালিকায় আরেকটি যোগ্যতা অর্জন করে নিচ্ছে। আপনি চাইলে এখন থেকে আপনার গাড়িটি সুন্দরভাবে পার্কিং স্পেসে পার্ক করে ফেলব আইফোন! যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বানিয়েছেন এই নতুন অ্যাপ্লিকেশন। ‘ভার্চুয়াল ভ্যালেট পার্কিং অ্যাপ’-এর সবচেয়ে বড় সুবিধা হলো, এর দামও নেহাত কম।
এখনকার বিলাশবহুল গাড়ির অনেকগুলোতেই স্বয়ক্রিয় চালনার সুবিধা আছে। মোশন সেন্সর ব্যবহার করে এই গাড়িগুলো আশেপাশের বিভিন্ন বস্তু, চলমান গাড়ি ও পথচারীদের অবস্থান স্ক্যানের মাধ্যমে শনাক্ত করে। সেই প্রযুক্তি আক্ষরিক অর্থেই মানুষের হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য আইফোনে সঙ্গে এর একটা যোগসূত্র তৈরি করেছেন নির্মাতারা। যে কাজটি গাড়ির ভেতরের কম্পিউটারের সাহায্যে করা হতো, সেটা চাইলে এখন থেকে গাড়ির বাইরে, এমনকি ঘরে বসেও করা যাবে।
শুধু আপনার থাকতে হবে মোশন সেন্সর সুবিধা সম্বলিত সেই গাড়ি, থাকতে হবে আইফোন।
আর অবশ্যই সেই অ্যাপ। চিচিং ফাঁক বলতেই আলী বাবার সেই গুহা খুলে যেত। এবার প্রযুক্তির খেল দেখুন। আপনি বলবেন ‘পার্ক মাই কার’, সঙ্গে সঙ্গে শুরু হবে চিচিং ফাঁকের খেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।