বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ কপটিক ক্রশ। মিশরের সংখ্যালঘু খ্রিষ্টান ধর্মাবলম্বী জনগন কপটস (Copts) নামে পরিচিত। এদের ভাষাটিও কপটস বা ‘কপটিক’ নামে পরিচিত।
কপটসদের বিশ্বাস অনুযায়ী এদের শিকড়টি প্রোথিত প্রাচীন মিশরীয় সভ্যতায় । কপটসরা ধর্মে খ্রিস্টান হলেও তাদের ধর্মীয় বিশ্বাস ও আচরণে ইহুদি সংস্কৃতির প্রভাব রয়েছে। মিশরের জনগোষ্ঠীর অবিচ্ছেদ্য অংশ হয়েও আজও কপটিকরা নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে। চিহ্নিত জঙ্গীগোষ্ঠীর আক্রমনের পর্যুদস্ত কপটসরা মিশরের এমন এক শিকড়সংলগ্ন জাতিগোষ্ঠী- যাদের ভাষার বর্ণমালার মূলে রয়েছে গ্রিক ভাষার অক্ষর, যদিও কপটিক ভাষাটি প্রাচীন মিশরীয় ভাষার সর্বশেষ স্তর ....
মিশরের মানচিত্র।
খ্রিস্টপূর্ব সময়ে গ্রিকরা মিশরকে বলত Aigyptioi. যা ইংরেজিতে Egyptos অথবা Egypt. এই শব্দের উৎস প্রাচীন মিশরের শব্দ: ‘হুট-কা-তাহ’ ।
প্রাচীন মিশরের রাজধানী ছিল মেমফিস। ‘হুট-কা-তাহ’ শব্দ দিয়ে এই মেমফিসকেই বোঝাতো । আরবরা মিশর জয় করে ৬৪১ খ্রিস্টাব্দে। মিশরীয়দের তারা বলত Gypt; এই শব্দের উৎস হল গ্রিকদের Egypt শব্দটি. এই ইজিপ্ট শব্দটিরই আর একটি আরবি প্রতিশব্দ হল qubt । এই qubt শব্দটির অর্থ-‘মিশরীয়’।
Copt শব্দটির উদ্ভব এই আরবি qubt শব্দ থেকেই। আগেই উল্লেখ করেছি কপটস বলতে মিশরীয় সংখ্যালঘু খ্রিস্টানদের বোঝায়।
মিশরের মানচিত্রে আলেকজান্দ্রিয়ার অবস্থান ।
আগেই বলেছি কপটিকরা ধর্মে খ্রিস্টান। মিশরের আলেকজান্দ্রিয়া শহরে প্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করা হয়েছিল।
এই কারণে মিশরের কপটিকদের ইতিহাস আলেকজান্দ্রিয়া শহরটির সঙ্গে সর্ম্পকিত। মিশরের আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টপূর্ব সময় থেকেই ইহুদিরা বসবাস করত। এদেরই কেউ কেউ প্রথম খ্রিস্টধর্ম গ্রহন করেছিল। সময়টা খ্রিষ্টীয় প্রথম শতক। মিশরে রোমান শাসন চলছিল।
রোমের স¤্রাট নিরো। সেন্ট মার্ক আলেকজান্দ্রিয়ায় এসে ‘চার্চ অভ আলেকজান্দ্রিয়া’ প্রতিষ্ঠা করলেন। এর ফলে মিশরের জগনের একটি অংশ নবপ্রচারিত ধর্মমতটি গ্রহন করে, ২০০০ বছর পরে যে জন্য তাদের চড়া মূল্য দিতে হয়েছিল ...
সেন্ট মার্ক। মিশরে খ্রিস্টান ধর্ম প্রচারের অর্ধ শত বছরের মধ্যেই ধর্মটি মিশরে ছড়িয়ে পড়েছিল।
গ্রিকরা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মিশর জয় করেছিল।
মিশরের নিজস্ব ভাষাটির বিকাশ হচ্ছিল। সে সময়ই গ্রিক বর্ণমালার সমন্বয়ে মিশরে নতুন এক ভাষার প্রচলন হয়। যে ভাষার নাম হয় ‘কপটিক’ ভাষা। যে ভাষাটি পরবর্তীকালে মিশরীয় কপটিকদের ধর্মীয় ভাষা হয়ে ওঠে এবং এই জন্য ২০০০ বছর পরে তাদের কঠিন মূল্য দিতে হয়েছিল ...মিশরে খ্রিস্টানধর্ম প্রচারিত হওয়ার ফলে মিশরে কপটিক ভাষার উদ্ভব হওয়ার ফলে কপটিক ভাষায় খ্রিস্টান ধর্মচর্চা হওয়াই স্বাভাবিক। এ প্রসঙ্গে একজন লেখক লিখেছেন: In the 2nd century, Christianity began to spread to the rural areas, and scriptures were translated into the local language, namely Coptic. ওই সময়ের মিশরে কপটিক ভাষায় সেন্ট জন -এর লেখা বাইবেলের কিছু অংশ আবিস্কৃত হয়েছে।
কপটিক বর্ণমালা; যা আসলে গ্রিক অক্ষরেরই এক প্রকরণ। তবে অতিরিক্ত কিছু অক্ষর রয়েছে, যা গ্রিক বর্ণমালায় নেই।
ভাষাবিজ্ঞানীদের মতে কপটিক ভাষাটি আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবারের মিশরীয় শাখা। যার শিকড় প্রাচীন মিশরীয় ভাষায় প্রোথিত। খ্রিস্টীয় তেরো শতক অবধি কপটি ভাষাটি ছিল মিশরের রাষ্ট্রীয় ভাষা ।
তারপর মিশরের রাষ্ট্রভাষা হয় আরবি ভাষা।
কপটিক ভাষায় লিখিত একটি অনুচ্ছেদ । ভাষাবিজ্ঞানীদের মতে ‘কপটিক’ শব্দটি দিয়ে লিপি বোঝায়। তার মানে গত ২০০০ বছর ধরে মিশরীয় লিপির যে বিবর্তন ঘটেছে সেটিই হল ‘কপটিক’।
গত ২০০০ বছর ধরে মিশরে কপটিক ভাষা এবং এই ভাষায় কথা বলা মানুষের সংস্কৃতির বিকাশ হয়েছে।
এটিই স্বাভাবিক। কপটিকরা যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী, সে কারণেই গত ২০০০ বছর ধরে মিশরে ‘কপটিক’ খ্রিস্ট ধর্মটিরও বিকাশ হয়েছে। বর্তমানে অবশ্য কপটিকরা আরবি ভাষায় কথা বললেও এদের ধর্মীয় জীবনের ভাষা কপটিক।
মিশরের কপটিক জনগন।
মিশরে কপটিক গির্জা ‘কপটিক অর্থডক্স চার্চ’ নামে পরিচিত।
কপটিক গির্জার নিজস্ব গির্জাপিতা বা পোপ রয়েছে। পোপ বাস করেন কায়রো শহরে। পোপকে ধর্মজীবনের বিধিবিধান অত্যন্ত কঠোর ভাবে মেনে চলতে হয় । পোপকে বছরে ২০০ দিনই উপবাসে কাটাতে হয়। এ সময় যে কোনও ধরণের পশুজাত খাবার খাওয়া নিষিদ্ধ।
যেমন দুধ, ডিম, মাংস, এবং চিজ তিনি পরিহার করেন। কপটিকদের ধর্মীয় আচরণে ইহুদি ধ্যানধারণার প্রভাব রয়েছে । যেমন, জুতা খুলে প্রার্থনাগৃহে প্রবেশ করা বা লিঙ্গের ত্বকচ্ছেদ। এ কারণ সম্ভবত মিশরের আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টপূর্ব সময় থেকেই ইহুদিরা বসবাস করত। এদের মধ্যে অনেকেই প্রথম খ্রিস্টধর্ম গ্রহন করেছিল।
মিশরের কপটিকরা অর্থডক্স, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ে বিভক্ত। তবে ক্যাথলিকদের সংখ্যাই বেশি।
মিশরে একটি কপটিক গির্জা।
কপটিকরা কেবল মিশরে নয়, উত্তর আফ্রিকার অন্যত্রও রয়েছে। এরা শিকড় আঁকড়ে ধরে রেখেছে বলে চিহ্নিত জঙ্গীগোষ্ঠীর আক্রোশের শিকার ...
ইথিওপিয়ার কপটিক মা ও শিশু।
মিশরে কপটিকদের সংখ্যা প্রায় ১ কোটির কাছাকাছি। আরও দশ লক্ষ কপটিক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, হল্যান্ড, ব্রাজিল এবং এশিয়া ও আফ্রিকার নানা দেশে ছড়িয়ে আছে। মিশরে নানা প্রদেশে কপটিকরা বাস করলেও কোনও প্রদেশেই এরা সংখ্যা গরিষ্ঠ নয়।
ইউরোপে একটি কপটিক গির্জা।
এই পোস্টে শুরুতে বলেছি কপটিকরা মিশরের জনগোষ্ঠীর অবিচ্ছেদ্য অংশ হয়েও আজও কপটিকরা নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে।
এবং এই স্বকীয়তার জন্যই এরা উগ্র ধর্মীয় গোষ্ঠীর রোষের শিকার। চিহ্নিত কিছু জঙ্গীগোষ্ঠী ১৯৯০ সাল থেকে এদের ওপর নির্মম হত্যা নির্যাতন অব্যাহত রয়েছে। কপটিকদের ওপর অমানবিক আক্রমনের বিরুদ্ধে তাদের মুসলিম প্রতিবেশিরা তীব্র প্রতিবাদ করেছে যদিও তবে এতে লাভ হয়নি। একটি সূত্র এ বিষয়ে লিখেছে:
This violence horrified Muslim neighbors who were quick to condemn the attacks, but these condemnations did little to stem the attacks - it certainly did not move the government to actually treat the Copts like real citizens worthy of protection. (দেখুন: Click This Link)
বিপদজনক ভাবে বেঁচে থাকা মিশরীয় শিকড়সংলগ্ন কপটস জাতিগোষ্ঠীর এক বিয়ের অনুষ্ঠান ...
মিশরের কপটিকরা জনসংখ্যার ১০% হয়েও এরা চিহ্নিত জঙ্গীগোষ্ঠার আক্রোশের শিকার। এ প্রসঙ্গে একজন লেখক পিটার বার্জার লিখেছেন ...
Muslims (including leading imams) not only loudly condemning the attacks, but forming protective patrols around Coptic churches. And Muslims and Christians joined together in interfaith celebrations on Tahrir Square. But there have been attacks on Copts since then.
ইতিহাস কথা কয়?
ছবি: ইন্টারনেট।
তথ্যসূত্র:
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
http://en.wikipedia.org/wiki/Coptic_history
http://st-takla.org/Coptic-church-1.html
Click This Link
http://www.omniglot.com/writing/coptic.htm
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।