তিনটি ডাহুক করছে ছটফট শিকারীর ফাদে পরি,
এখনই তাতের খাচায় পুরিবে আনন্দ উৎসব করি।
পাখির আশা আকাশে উরা হয়েছে তার শেষ,
উঠছে বাজি করুন ডাকে সেই সে দুখের রেশ।
নাইতো তাদের বাচার উপায় একি দশা হায়,
বুকেতে তারা দুঃখ বাধিঁয়া আকাশের পানে চায়।
একদা ঐ নীলাকাশ কতইনা আপন ছিল,
হায়রে মানুষ আজকে তাতের সব কারিয়া নিল।
নির্দয় লোক আর দিলনা উড়িতে আকাশে,
দুঃখের ভারে পাখিগোলুর মুখ হয়েছে ফ্যাকাশে।
খাঁচায় ভরিয়া ডাহুক তিনটি লইয়া শিকারী গারে,
হাটে আনিয়া দরদাম করি বেচিয়া দিল তারে।
খরিদ করিয়া বেজায় খুশি, শিশুর আনন্দের লাগি।
পাখিরা করে মুখ চাওয়া চাওয়ি হায়রে অভাগী।
খাঁচায় পরিয়া বেচারা পাখির দুঃখ গেল বারি।
ফ্যালফ্যাল করিয়া চাহিয়া থাকে দেখিয়া গাছের সারি।
আটকা পরিয়া পাখি ভুলিয়া গেছে গান,
এখন তাদের করুন ডাকে ঝড়ছে অভিমান।
(মোঃনাজমুল হক)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।