পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি ইদানিং ফেসবুকে বিভিন্ন পেজের শেয়ার করা ছবি, যখন আমার বন্ধুরা শেয়ার করে তখন বিরক্ত লাগে। কেউ অতিরিক্ত পরিমানে এই কাজটা করলে তাকে আস্তে করে আনফ্রেন্ড করে দেই।
সমস্যা টা অন্য যায়গায়। এই পেজ গুলি কোথা থেকে আগগুবি ব্রেকিং নিউজ পায়, আর সেটা পিকচায় বানিয়ে যেভাবে চাউর করে তা সত্যিই আশংকাজনক।
আজকে সকালে ঘুম থেকে উঠে অপ্রিয় যত সত্য সহ্য করার ক্ষমতা আছে কি ? পেজ থেকে একটি ছবি শেয়ার দেয়া হয়।
আমার এক বন্ধুও নিজের কর্তব্য পালনে ওটা শেয়ার করে দিছে।
ছবির নিচে লেখা ছিল
"((( Very ...very ,,very ,,imporntant post ))))
কি খাচ্ছি আমরা ???
প্রাণ কোম্পানির আম, কমলা, লেবু, লিচু, স্ট্রবেরি, আপেল ও আনারসের জুসের মধ্যে BSTI কোন ফলের উপাদান পায় নি ।
অর্থাৎ এসব জুস পুরাই কৃত্তিম উপাদানে তৈরি !!!!!
আজকে এসব জুসের উত্পাদন, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
............... এখন বলেন তো যারা ফলের রসের নামে আমাদের কাছে এতদিন ক্যামিকেল দিয়ে বানানো রস খায়িয়েছে ......এই প্রান কোম্পানিকে কি করা উচিত ???
( সবাই আজকে থেকে প্রানের সব পণ্য বর্জন করুন ; এবং পোস্টটি শেয়ার করে সবাইকে ব্যাপারটি অবগত করার জন্য অনুরোধ করা যাচ্ছে )"
আমি প্রানের চাপাই ও নরসিন্দির ফ্যাক্টরি সহ বিএসটিআই তে ইন্টার্নি করেছি। আমি নিজে যেখানে কাজ করেছি, সেখানে কিভাবে এদের এই রকম একটা ডাহা মিথ্যা কথা নিশ্বাস করি?
আমের সিজনে যদি চাপাইতে প্রানের ফ্যাক্টরিতে যান তাইলে আশে পাশের আমের আটির পাহার দেখেই বুঝতে পারবেন, ভিতরে ঢুকতে হবেনা।
এই সকল পেজের বিরুদ্ধে রিপোর্ট করা ছাড়া কি আর কোনো উপায় আছে, এই চিটিং বাজি বন্ধ করার?
শ্রদ্ধেয় ব্লগার রাগিব হাসান, রামুর ঘটনা নিয়ে তৈরী করা এই জাতীয় কিছু ছবি নিয়ে ব্লগে ও ফেসবুকেও লিখেছেন। আসলে কি এসবের বিরুদ্ধে কিছুই করার নেই?
ফেসবুকের অশ্লীল পেজ গুলো এই দিক থেকে ভাল। ভুল কনসেপ্ট অন্তত তৈরী হরনা। ওদের পোষ্ট নিজে নিজে চুপচাপ দেখেই শেষ, কেউ ভুল করেও শেয়ার করার কথা ভাবে না। আর নরমাল পেজ গুলো এই সকল আজগুবি কাহিনী শেয়ার দিচ্ছে আর সাধারন পাবলিকের কনসেপ্ট নষ্ট করছে।
তিলকে কিভাবে তাল আর কালো বাচ্চা কিভাবে কাকের বাচ্চা হতে পারে আমরা সলকেই জানি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।