অফিসের ছোটভাইয়ের উৎসাহে ব্লগে নাম লিখিয়েছিলাম। ছোটভাই বললো বেশী ব্লগ লিখতে, সাম্প্রতিক মন্ত্যব্যের ঘরে দেখা গেলে কেউ কেউ কমেন্ট করলে, ব্লগে একটিভিটি থাকলে জেনারেল। তারপর সেফ হতে যাবে। ৩ টা পোষ্ট দিয়ে নিজের ব্লগে নিয়েই কমেন্ট করলাম দেখি কেউ কমেন্ট করেও না। আবার কোন পদোন্নতি হয় না।
৪-৫ মাস ওয়াচে ছিলাম। তাই ব্লগ লিখার ইচ্ছাটা মরেই গেল। তবে প্রথম থেকেই যেই সমস্যাটায় ভুগছি, সেটা হলো পাসওয়ার্ড সমস্যা। পাসওয়ার্ড দিলে লগিন হয় না, ৪-৫ বার ট্রাই করার পর লগিন হয়, আবার সাইন আউট করে আবার লগিন করার চেষ্টা করলে আবারো লগিন হয় না। ইমেইলের সাহায্যে বারবার পাসওয়ার্ড চেন্জ করে করে, ২-১ বার লগিন হতে পারি।
এই সব সমস্যার কারনে ব্লগ লিখতে মন চায় না। প্লিজ এই সমস্যার সমাধান দিয়ে বাধিত করবেন। কুকিজ ক্লিয়ার করে দেখেছি। ব্রাউজার চেন্জ করে দেখেছি, এমনকি বাসার মোবাইল ইন্টারনেট, আর অফিসের ব্রডব্যান্ড ইন্টারনেট, সব খানে একই যামেলা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।