Let the wind blow out the candles
এরকম একটি পোস্ট আগেও দিয়েছিলাম যেখানে ছিল কিভাবে একাধিক Alias দিয়ে একই সময়ে মেসেন্জারে লগিন করে আই.ডি। হাইড করে চ্যাট করা যায়। আজকে সার্চ দিয়ে আরো একটা সহজ টেকনিক দেখলাম, যেখানে আর একাধিক এলিয়াস তৈরি করার দরকার নেই। আপনার যদি একাধিক আই.ডি. তৈরি করা থাকে তাহলে সবগুলো দিয়েই এবার একসাথে লগিন করতে পারবেন সাধারণত: এই সুবিধাটি ইয়াহু মেসেন্জারে পাওয়া যায় না।
রেজিস্ট্রি তে ছোট্ট কয়েটকটা পরিবর্তন আনতে হবে। রেজিস্ট্রির নাম শুনে ভয় পাবার কিছু নেই। নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করুন:
১. Click Start on your computer
২. Click Run…
৩. Write : regedit
৪. Click OK
৫.রেজিস্ট্রি উইন্ডোটি ওপেন হলে এটি খুজে বের করুন: HKEY_CURRENT_USER
৬. নিচের মত করে ক্লিক করতে থাকুন আর ওপেন করুন: HKEY_CURRENT_USER ⇒ Software ⇒ Yahoo ⇒ Pager ⇒ Test
৭. Test ফোল্ডারে রাইট ক্লিক করুন । এরপর: ⇒ New ⇒ DWORD Value
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/faltupola_1235066674_1-DWORD_thumb[2].png]
৮. Rename the New Value #1 becomes : Plural
৯. Right click at Plural ⇒ Modify
১০.
Value Data এর ঘরে লিখুন 1, Base এর ঘরে লিখুন: decimal. এরপর ওক্কে ক্লিক করুন
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/faltupola_1235066910_3-plural_thumb[2].png]
কাম শেষ এবার আরেকটা ইয়াহু মেসেন্জার ওপেন করে অন্য আইডি দিয়ে লগিন করতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।