ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম । । ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে । । ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।
। দানব দলনী হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে । । সুয়া উড়িলো উড়িলো
শীতালং শাহ ফকির
সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে। ।
আরলা-মোকামে ছিলাই
আনন্দিত মন। ।
এগো ভবে আসি পিঞ্জরাতে
হইলা বন্ধন। ।
সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে।
নির্দয়া নিষ্ঠুর পাখি
দয়া নাইরে তোর। ।
পাষাণ ও সমান হিয়া
কঠিণ ও অন্তর। ।
সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে।
।
পিঞ্জিরা থাকিয়া কইরলা
প্রেমেরও সাধন,
এগো পিঞ্জিরা ছাড়িয়া যাইতে
না লাগে বেদন। ।
সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে। ।
শীতালং ফকিরে কন
দম কর সাধন। ।
এগো দমের ভিতর আছে পাখি
করিও যতন। ।
সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে।
।
ও সুয়া উড়িলো রে। ।
http://www.youtube.com/watch?v=kYc6_CX24bw
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।