আমাদের কথা খুঁজে নিন

   

গুরে এলাম জামালপুর, মমেনসিংহ, ভুয়াপুর, সিরাজগুঞ্জ

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী আমাদের সাথে রেগুলার ভ্রমন করেন এমন একজন এবার বাইনা দরল সিরাজগঞ্জ জাবেই| আর কি করা ভ্রমন সুরু করলাম সকাল ৯ত ঢাকাবিমান বন্দর থেকে | আমাদের পুরন রিতি অনুজাই ট্রান আর সাদে করই সুরু হল আমাদের জাত্রা| প্রথম ছবি টা টঙ্গি পার হই জদবপুর যেখান ঠেকে উত্তরবঙ্গ লেন আলাদা হই গিয়াচে| আমরা চলে এলাম গাযিপুর রাজ়েন্দ্রপুর| এখানে আমাদের ট্রেনটি ছুটে চলছে গাযিপুর কান্টটোনমেন্ট এর পাশ দিএ| ভালই লাগসে মনে হছে উরে উরে কথাও জাছি|এই প্রথম মনে হচেছ না আসুলাই আমাদের লকাল ট্রেন গুল এখনও ভাল সারভিস দিছে| ট্রাইন আর কথাও টামানর নাম নাই এই বুজি আমাদের লুকাল ট্রান| এই ট্রেন গুলর রাস্তা ব্রিটিশ দের সমই করা কিন্তু আর কিছু রিপাইর করলে মমেনসিংহ থেকে ডাকা আস্তে ২ গন্টার বেশ লাগার কথা নুই| জাক ট্রেনটি ছুটে চলছে গাযিপুর গজারি বন হইয়া মমেনসিংহ এর পথে|ভালই লাগছে মুনে হছে এই বুজি পরে গেলাম ট্রেন থেকে| এই ট্রেন উপ্পর কিছু আধভুত লুকের সাথে দেখা হল আমার মনে হইছিল তারা গামসা পারটী| জাক পজেটিভ চিন্তা করা ভাল| লুক গুল এশে বলল তাদের ছবি গুল মুছে ফেলতে আর কিছু যারি আর কি| আমরা ৪জন ছিলাম বলে সাহস পেল না কিছু বলার| আমাদের ট্রেন চলে এল মমেনসিংহ| এই ট্রেনটি থেকে নেমে গেলাম| এবার উথে গেলাম টাগাইল ভুয়াপুর এর ট্রেনে| এই ট্রেনটি জামাল্পুর সরশা বারি হইয়া জমুনা সাতু পর্যন্ত জাই| জামাল্ পুর এর উরবর মাটির ধান | দেখে মন্টা জুরে গেল| ধান কাটার মউশুমে একটা ট্রিপ দিতে হবে| জামাল পুর এর রুপ বইচিত্র দেকতে দেকতে চলে এলাম ভুয়াপুর|কিছু দিন আগেও এখানে জমুনার পানিতে ভরা ছিল এই নালা গুল| এখন পানি নামতে সুরু করেছে| ট্রেনের ছাঁদ থেকে জুম করে টলা| চলে এলাম ভুয়া পুর| এখানে একটা আধভুত অবিগতা হল| নিয চখে কিছু ইভ টিজার দেখলাম| ট্রেনটি যখন কুন বারির পাশ দিয়া জাতছিল ট্রেনের ছাদের পুলাপান গুলা হাত দিয়া ইশারা করে বারির মহিলা/মায়ে গুলাকে| কিছু মাইয়া তা না দেখে অথবা এই রকম গটনা নিয়মিত বলে উল্ট হইয়া গুরে ছিল| তাতে কি ইভ টিজার গুলা শেই মাইয়া গুলাকেও ছারল না পানির বতল,টিসু সব ছুরে মারল| একটা বাজে অব্বিগতা হল| চলে এলাম ভুয়াপুর| ভুয়াপুর থেকে ২৫ মিনিট লাগল জামুনা ব্রিজ আস্তে| তারপর ট্রেনের ছাঁদ থেকে পাই হেটে সুজা জমুনা নদি| ট্রেনে ছাদে আস্তে আশ্তে সরির বেথা হই গেল কিন্ত তাতে কি মনের মধে একটা ভাললাগা কায করছে| কিছু সমই গেল খ|বার নিতে তারপর সুজা নদির পার ট্রেনের লাইন দরে|এখনে সুরজু অস্ত দেখলাম| অহ অশাধারন। ..। । । …… তারপর আবার ফিরে এশে অন্ন ট্রেনের ছাদে করে জামুনা ব্রিজ পারহলাম সময় লাগল ২৫ মিনিট| অহ অশাধারন।

..…… ছলে এলাম সিরাজগনজ তারপর এশার নামাজ পরে মিশটি খেলাম| তারপর আবার লাল্ মনি এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ঢাকায় ফিরা| ঈদের পরে বলে ট্রেনের ছাদে ও মানুশ ছিল আবার জমুনা ব্রিজ পার হুলাম| সারা রাসটা ট্রেনের ছাদে ঠান্দা আনুভব করলাম আতপর আবার বিমান বন্দর আসে নামলাম রাত ১১টায়………তারপর বাসায়………………………। । অহ অশাধারন……। বাংলার রুপ বইচত্র দেখে আমি মুগ্ধ.। ।

। …… স্পেলিং মিস্টেক এর জন্য দুখিত| ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।