আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের একটি সমস্যা ও সেটার উপায়

রূপকথা আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি আর আমাদের ইচছা থাকে আমাদের যেন প্রচুর বন্ধু হয়। কিন্তু অনেক সময় সেই ইচ্ছা স্বপ্ন হয়ে ই থেকে যায়। হ্যাঁ মেয়ের ছবি দিয়ে আই ডি বানালে তখন অবশ্য চিন্তা করতে হয় না। আর ছেলে দের তো কপাল পোড়া । যদি ভাবি বেশি বেশি করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে বন্ধু সংখ্যা বাড়াবো তাতে আবার ব্লক খেতে হয়।

কিন্তু আশাকরি আর ব্লক হবেন না কিন্তু যদি ফেসবুক ব্লক এর সর্তক বার্তা দেয় তখন আর পাঠাবেন না । আমি বলবো এটি সম্পূর্ন আমার বের করা পন্থা এটি কোথাও পাবেন না ..কিন্তু আমি জানি না যে এটা সবার ক্ষেত্রে কাজ করবে কিনা তাই আশাকরি কথাটা প্রয়োগ করেছি আর আমি সুফল পেয়েছি ভাবলাম আমার বন্ধু রা যদি পাই তাই ভূল হলে ক্ষমা করবেন । এবার বলি কি করতে হবে--আপনি ফেসবুক খুলুন আর নিল রং এর নামের উপর মাউস পয়েন্টার রাখুন দেখুন এরকম আসবে এবার Add friend এ ক্লিক করুন এ রকম দেখাবে মানে রিকুয়েস্ট পাঠানো হয়ে গেছে। এই ভাবে করুন কিন্তু কোন আই ডির প্রোফাইলে গিয়ে রিকুয়েস্ট পাঠালে কিন্তু কাজ করবে না। আবার বলছি সবার কাজ না করতেও পারে কিন্তু একজনের ও যদি কাজে লাগে তাহলে আমার পোস্ট সফল ভাববো।

ভালো থাকুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.