"গাজীপুরের রহস্য" এই শিরোনামে বছর দেড়েক বা দুই, আগে বেশ কয়েকটি পত্রিকায় খবরটি এসেছিলো, সেখানে দাবি করা হয় যে একদল তরুন গাজীপুরের ন্যাশানাল পার্কে বনভোজনে যায়। বণে হাটতে হাটতে তারা অনেকটাই গভীরে চলে এলো। সহসাই সন্ধ্যা নেমে এল। দেখা পেল দূরে দাঁড়িয়ে আছে কি যেন! কিছু একটার অস্তিত্ব টের পেয়ে তরুন দল ভয় পেয়ে গেল। পরে সাহস করে এক তরুন ছবি তুলে চলে এল দ্রুত।
ভয়ে ঘাবড়ে গেলেও ভাল ভাবেই ফিরে এল তারা। কিন্তু দুই দিন পরেই ছবি তোলা তরুনটি মারা গেল। যে ছেলেটি ভুতের ছবি তুলে ছিল সে চির তরে পংগু হয়ে গেল। মারা যাওয়া তরুনটির পোষ্টমর্তম প্রতিবেদনে দেখা গেল তরুন সেই ছেলেটির হার্ট এবং লিভার মিসিং। ছবিটি ডেভেলপ করার পর আসলো উপরের ছবিটি।
হয়তো অনেকই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং এই বিষয়ে জনকন্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। গাজীপুরের এই ঘটনায় দেশে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই বিষয়টিকে আজগুবি বলে উড়িয়ে দিচ্ছে আবার অনেকেই ঘটনাটিকে সত্য বলে বিশ্বাস করেছে।
কেন জানি আমার কাছে ঘটনাটি সত্য বলে মনে হচ্ছে। জানি না আসল ব্যাপারটা কি।
আপনাদের কি মনে হয় জানি না। জানাবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।