আমাদের কথা খুঁজে নিন

   

কোলাহল বিদ্ধ কিউপিড

হ্যালো কেমন আছেন? ভালো.... কি করছেন? বাতাসের কথা শুনছি বাতাস আবার কথা বলে নাকি? হু কি বলছে বাতাস? বাতাস মানুষকে বলছে, তোমাদের আর্তচিৎকার, হাহাকার, আর্তনাদ,দীর্ঘশ্বাস,ক্রদ্ধর্গজন, কান্না, হা হুতাস আমার সর্বাঙ্গ বিদ্ধ করেছে, আমাকে পেঁচিয়েছে কামোন্মত্ত অজগর হয়ে। আমার শ্বাস বন্ধ হয়ে যাচেছ সারা শরীর জর্জরিত বিষে। তীব্র জ্বালায় জ্বলে যাচিছ আমি। আমি শান্তি চাই,সৌম শান্তি, নিরবতা, ভালোবাসা, মুগ্ধতা, আবেগ, আবেশ শ্রাবণের রিমঝিম বর্ষার দুকুল ছাপানো প্লাবন, স্তব্ধ বিকেলে হলুদ রোদ ঝাঁক ঝাঁক তারার আকাশ। বয়ে যাবে নিরবধি ভালোবাসা নদী হয়ে।

লেপা পোছা অঙ্গিনা যেন সুখের ঘর। অমৃতের বাঁশী বাজবে সারাবেলা। আনন্দধ্বনি সঙ্গীত হয়ে সুর ছড়াবে। ফুলের সুমিষ্ট সৌরভ মিশে যাবে প্রাণে প্রাণে প্রজাপতির পাখায়। তোমরা ভরে উঠো ভালোবাসায়।

গড়ল বিষে নীল তোমাদের দেহ ভালোবাসার লালিমা শান্তিতে ভরে উঠুক। তোমাদেরর অস্থিরতা থেমে গেলে আমি মৃদুমন্দ বয়ে যেতে পারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।