আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টেরিয়র ডিজাইন !

গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরী করছি ছ'মাস হল। কিন্তু জব স্যাটিসফেকশন জিনিসটা মনে হয়না আসবে কখনো। গোটা ভার্সিটি লাইফটাই তো আরাম আয়েশ করে খালি চিল্লাফাল্লা করে কাটিয়ে দিয়েছি। ভার্সিটি তে ভর্তি হওয়ার আগে ও পরে কত শত স্বপ্ন দেখেছি। গেন করব-তেন করব।

আর কিছু বড় ভাইদের কথা শুনে সেই স্বপ্নের ডালপালাও গজিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের যা হয়-তা ই হল। শেষ পর্যন্ত চাকর - ই। কিন্তু কিছু একটা করার স্বপ্ন তো হঠাত চলে যায় না। যখন পাইরেটস অফ সিলিকন ভ্যালী অথবা দ্য সোশাল নেটওয়ার্ক এর মত মুভি দেখি তখন সত্যিকার অর্থে কিছুটা ইন্সপিরেশন পাই।

যাই হোক, এই মুহুর্তে আমার এবং আমার এক বন্ধুর মাথায় ঢুকেছে ইন্টেরিয়র ডিজাইন এর ভূত!! কারণটা বলি, আমাদের আশে-পাশে এতো সব অফিস বাসায় ইদানিং দেখছি ইন্টেরিয়র ডিজাইন করার জন্য প্রচুর ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। আমার নিজের অফিসেই একটা ফ্লোর এর ইন্টেরিয়র এর জন্য প্রায় ২০ লাখ টাকার মত খরচ করেছে!! তার পরও বলব ডিজাইন টা খুব বেশী ভালোও না, খারাপও না। তাই ভাবলাম, আমরা একটু ট্রাই করে দেখি!! কিন্তু চাইলেই তো আর হয় না। তাই, ভাবলাম কোন বিশেষ ভাবে অজ্ঞ কারো কাছ থেকে টিপস নেই। এখানে যারা ইন্টেরিয়র ডিজাইন করছেন, করবেন তারা একটু সাহায্য করেন কিভাবে শুরু করা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।