আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিল্যান্সিং হতে পারে আপনার ফুলটাইম চাকরির ক্ষেত্র

সুন্দর বাংলাদেশ চাই ফ্রিল্যান্সিং এর ধারনা বেশ পুরনো হলেও আমাদের দেশে এটা শুরু হয়েছে বছর কতক হলো। আমাদের ফ্রিল্যান্সাররা তাদের মেধা ও কর্মদক্ষতার দ্বারা প্রতিনিয়ত বাড়িয়ে চলছে নিজের এবং দেশের সুনাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এ পেশাটাকে অনেকেই নির্ভরশীল মনে করেন না বা করলেও সমাজে নিজেকে তাল মেলানোর স্বার্থে কেউ কেউ প্রচলিত চাকরিকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। অথচ যে আট বা দশ ঘন্টা শ্রম তিনি দেশের এ ধরনের চাকরিতে দিয়ে যে টাকা আয় করছেন তার কয়েকগুন টাকা বেশি আয় করা যাবে একই সময় ব্যয় করে। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট যেন ওডেস্ক বা গেটএকোডার ঘন্টা চুক্তিতে কাজ করার সুযোগ দিচ্ছে।

যেখানে ফ্রিল্যান্সাররা তাদের যোগ্যতার ভিত্তিতে ঘন্টায় ১ থেকে ১০০র বেশি ডলারে কাজ করছেন। প্রায় সকল সাইটে প্রথম কাজ পাওয়া সময় সাপেক্ষ ও কষ্টকর হলেও একবার কাজ পাওয়া শুরু করলে তা আর থামবেনা যদি আপনি ক্লায়েন্টরে সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হন। আপনি যদি ঠিক করেন ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন কিন্ত কোন বিশেষ কাজে আপনার দক্ষতা নেই,এমনকি আপনি কম্পিউটারটা স্টার্ট পর্যন্ত দিতে পারেনা তাহলে বলবো আগে বেসিক জিনিসগুলো শিখুন তারপরে বিশেষ জিনিসের প্রতি নজর দিন। অনেক গুলো কাজের মধ্যে একটি বা কয়েকটিকে আপনি পছন্দ করুন যে কাজের বিষয়ে আপানি বিশেষজ্ঞ হতে চান। লেগে থাকুন আর শিখুন।

প্রত্যয়ি হন এই ভেবে যে বসের ঝাড়ি খেয়ে নয় আয় করতে চাই স্বাধীনভাবে, হার্টের সুস্থতা বজায় রেখে। নিজের মাথাকে উচু রাখুন, বজায় রাখুন আপনার আত্নসম্মানবোধ। দিনে অন্ততপক্ষে একবার বলুন, "বল বীর বল উন্নত মম শির। " সফলতার পথ মসৃন না হলেও প্রাচির দিয়ে ঘেরা নয়। আপনার প্রত্যয়ই আপনাকে সে পথ দেখিয়ে সামনে নিয়ে যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.