আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইজবন্ড রেজাল্ট

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। অনেকেই প্রাইজবন্ডে ইনভেস্ট করি। কিছু দিন পর পর রেজাল্ট ও হয়, সব সময় তো ওই ভাবে চেক ও করা হয় না। আর পত্রিকাতে মিলিয়ে দেখাটা আমার কাছে মান্দাতা আমলের মনে হয়। বাংলাদেশ ব্যাংক এর ওয়েব সাইটে গেলাম দেখলাম ওরা সিস্টেম ভালই করে রাখছে, আপনি দিবেন আর ওরা খুজে দিবে।

বাংলাদেশ ব্যাংকের প্রাইজ বন্ড রেজাল্ট সার্চ লিঙ্কঃ Click This Link আব্বুর প্রায় ২০০ কাছাকাছি আছে। আমি যেটা করছি, সব গুলার নাম্বার একটা *.text ফাইলে লিখে রাখছি [টেক্সট বলতে, টেক্সট ডকুমেন্ট অথবা নোট প্যাড ], কমা দিয়ে দিয়ে, পরে ওখান থেকে কপি করে পেস্ট করেই সহজে সার্চ করা যাবে। ব্যাংকিং বিষয়ক কোন অভিযোগ থাকলেও করতে পারেন বাংলাদেশ ব্যাংক এর ১৬২৩৬ নাম্বারে। ওরা যথেষ্ট সহযোগী মনোভাবের, আমি ফোন দিছিলাম, অভিযোগের জন্য না, জাস্ট সিয়উর হবার জন্য, প্রথমেই সেইটা বললাম, আমাকে অনেক সুন্দর করে বুঝায়া দিলো। আপনার যেকোনো সমস্যা ওদের সুন্দর করে বুঝিয়ে বলবেন।

আসলে মাঝে মাঝে কিছু সরকারি সাইট ঘুরে দেখি, আর মাঝে মাঝে অবাক হই, সিস্টেম তো ওরা ভালই করে রাখছে, আমরা খালি ব্যবহার করি না। ভাবতেছি একটা একটা চেক করে ওই সাইট নিয়ে পরে লিখবো। শুভ রাত্রি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।