প্রদীপ হালদার,জাতিস্মর। তুমি সবাইকে ভালোবাসলে।
অথচ ঘৃণাভরে আমাকে প্রত্যাখান করলে।
আমার শরীরে পদাঘাত করে
তুমি প্রতিনিয়ত চলেছো হেঁটে।
আকাশের ওই কালো মেঘ দেখে
আমি আনন্দে ডাকি দুই হাত বাড়িয়ে।
বৃষ্টির ছোঁয়ায় মন ভরে গিয়ে
গলিয়ে ফেলি নিজের হৃদয়কে।
আমার এই জল কাদা শরীরে
হাঁটতে গিয়ে বারে বারে
গালি দিয়েছো আমাকে।
অথচ চাষীরা আমার এই শরীরে
খুশি হয়ে সোনার ফসলে
জীবনের দিন কাটিয়ে
ঠাঁই নিলো আমারই কাছে।
তুমি আমার শরীরে
পাকা রাস্তা বানিয়ে
আমাকে দূরে সরিয়ে রাখলে।
আমাকে ঢেকে দিলে
পিচ ঢালা রাজপথে।
সেখানে তুমি খুশি হয়ে
থাকবে হয়তো আমাকে না পেয়ে।
কখন আবার রোদ এসে
হৃদয়কে কঠিন করে
তোমাকে দেখি হাসি মুখে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।