তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। ফ্রুটজ্যাম মজার জিনিষ, আনডাওটেডলি। আমিতো ছোটবেলা থেকে এমনি এমনিই খাই। ব্রেড দিয়াও মজা, ব্রেড ছারাও মজা।
ডিমও আমার বড়ই প্রিয়, প্রথম শুইন্না ভাবছিলাম Eggজ্যাম ও ডিমের তৈরি খাবার।
খাবারের প্রতি আমার একটা আলগা টান আছে, কেন জানি মনে হয়, খাবার আমারে একটি অদৃশ্য বাঁধনে বাধা।
Eggজ্যাম আসলেই ডিমের তৈরি তয় ফারতক্ক আছে, অইটা খাতায় পাওয়া যায়, যা পাইছিও বহুবার :'(
পুলাপাইন স্ট্যাটাস দিতাছে, মার্কেটিং যা সিলেবাস, কই থেইক্ষা ধরি আর কই শেষ করি, এর মাথা কই, আর মুণ্ডু কই?
আমার কথা হচ্ছে মার্কেটিং তো মেয়ে মানুষ, তার দিকে এতো তাকানোর দরকারই নাই। নজর হেফজত আর্কি। তাই আমি তেমন একটা পরাশুনা করতেছি না।
কিন্তু পাশ তো করন লাগবো, চাকরি বাকরি ও ত লাগবো, নাইলে বিয়া করুম কেমতে?
গেলাম মারে কইতে, "মা, কালকে Eggজ্যাম দুয়া কইরো"
ব্যাংকিং পরতাছি, তাই বিভিন্ন ব্যাংকিং টার্মস মাঝে সাঝেই মুখ দিয়া বাইর হয়া যাই, এখন, বাসার কথাতেও।
আমার মা ও কম যায় না, আমার কাছ থেইক্কা শেইক্ষা আম্মু আমারে কইলো, " তোর Eggজ্যামের দোয়ার স্ট্যান্ডিং ইস্নট্রাকশন অনেক আগেই দিয়া রাখছি"
শুইন্না আমি তো
যাইহোক, দোয়া কইরেন আপনারা।
আর করার সময় দোয়ার স্ট্যান্ডিং ইস্নট্রাকশন দিয়া দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।