আমাদের কথা খুঁজে নিন

   

1080i এবং 1080p কি একই রেজুলেশন........Display refresh rate কি এটি কি ভিডিও কোয়ালিটি উন্নত করতে কোন ভুমিকা আছে কি.......720p , 1080p এবং 1080i এর মধ্যে পাথ্যর্ক ?

তোমরা অশ্রুপাত করো না। আর এমন কথা মুখেও এনো না যা এই মুহূর্তে গ্রহণযোগ্য হবে না। তোমাদের জন্য এ মুহূর্তে উত্তম কাজ হচ্ছে আমার আত্মার মুক্তি প্রার্থনা করা অনেকেরই একটা বিষয়ে কনফিউস থাকেন যে 1080i and 1080p কি একই রেজুলেশন...দুটির প্রত্যেক এর আছে 1,920x1,080-pixel resolution এবং 2,073,600 pixels । একদিক থেকে বিবেচনা করলে 1080i হাজারগুনে ভালো Blu-ray এর চাইতে এবং আপনি কখনোই পুরোপুরি 1080p/60fps পাবেন না camcorder or some still cameras সত্যিকারের 1080i and 1080p একই না কিন্তু একই রেজুলেশন থাকে কারন তাদের ফ্রেমরেট ভিন্ন। 1080i and 720p আমাদের বিশ্বের বেশির ভাগ টিভি 60Hz এর উপর ভিওি করে তৈরী করা হয় কারন টেলিভিশন সম্প্রচার এর সুবিধা হয় । তবে এটির অনেক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে বতমানে প্রধান দুইটি HDTV resolutions হল 1080i and 720p । চলেন প্রথমে 720p নিয়ে আলেচনা করি........তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা জানেন যে 720p এর রেজুলেশন হল 1,280x720 pixels যেটি চলে 60 frames per second (fps)....এই ফরমেটটি অনেক সম্প্রচার মাধ্যাম ব্যাবহার করে যেমন ABC, Fox,ESPN অনেকই অভিযোগ করেন যে তাদের low resulation এর জন্য কিন্তু তদের অভিযোগ দুইটি দিক থেকে ভুল ছিল ...বিষয়টি ঘটে 90 এর দশকে যখন 1080p টিভি ছিল না তারা জানত যে কয়েক বছর পর 1080p টিভি আসবে যেহেতু তাদের বেশীরভাগ চ্যানেল এর কাজ sports সম্প্রচার করা তারা সিদ্ধান্ত নিল 720p ব্যাবহার করার কারন fast motion ভালো দেখাত 60fps বতমানে অনেক সম্প্রচার মাধ্যম 1080i ব্যবহার করে যেমন CBS, NBC যদিও 720p 60 frames per second (fps) আর 1080i 30 frame per sceond প্রায় কাছাকাছি রেজুলেশন 1080i and 1080p আপনার 1080p টিভি বিভিন্ন রেজুলেশন এ চলতে পারে এবং এটি কনভাট করে 1,920x1,080 pixels এর মধ্যে যখন আপনার টিভি কোন চ্যানেল এর কাছ থেকে 1080i সিগনাল পায় তখন এটি আপনার 1080p টিভি কে 30 frame per sceond থেকে 60 frame per sceond এ উন্নীত করে যার ফলে আপনার পিকচার কোয়ালিটি কয়েকগুন উন্নত হয়ে যায় 1080p যদিও দেখতে অনেক ঝকঝকে তবুও এটি 1080i এর মত ডিটেইল পিকচার দিতে পারে না যদিও 1080p এবং 1080i একই রেজুলেশন হলে ও তাদের ভিন্ন ফ্রেম রেট রয়েছে Display refresh rate কি আপনার ল্যাপটপ,সি আরটি টিভি ও মনিটর এর ডিসপ্লে সাধারনত 60hz হয়ে থাকে।যেটি আমাদের কে ন্যাচারাল পিকচার পেতে সাহায্য করে.....তবে বতমানে 120Hz, 240Hz, and 600Hz refresh rate এর HDTV ক্রেতাদের দৃষ্টি আকষন করে থাকে কয়েক বছর আগে বাজারে এলসিডি প্রবেশ করে Higher refresh rate নিয়ে........প্রথম অবস্থায় খুব ভালে refresh rate পাওয়া যেত না তবে বতমানে এলসিডি ও এলইডির refresh rate অনেক উন্নত হয়েছে........Higher refresh rate আপনাকে ভালো পিকচার কোয়ালিটি ও ফাষ্ট মোশন পরিষ্কার ভাবে দেখতে সাহায্য করে Higher refresh rate এর আরে একটি বড সুবিধা হল এটি আপনার এলসিডি বা এলইডি ডিসপ্লের বেকলাইট দ্রুত গতিতে scanning করতে সাহায্য করে যার ফলে ডিসপ্লের রেসপন্স টাইম অনেক দ্রুত হয় বতমানে অনেক এলসিডি এবং এলইডিতে মাল্টিফল refresh rate থাকে ,ক্রেতা তার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারেন  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।