আমাদের কথা খুঁজে নিন

   

উগান্ডাঃ সমকামিতা বিরোধী আইন পাশ।

এএক আকাশেতেই আমাদের ওড়াওড়ি। রেবেকা কাদাগা, উগান্ডার জাতীয় সংসদের স্পিকার বলেছেন তার দেশে খুব শীঘ্রই সমকামিতা বিরোধী আইন পাস হবে। সাম্প্রতিক কানাডা সফরে তিনি গে বিরোধীদের দ্বারা সমাদৃত হন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। LGBT অধিকার রক্ষায় উগান্ডার ভূমিকা নিয়ে বেয়ার্ড সমালোচনা করেন।

এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের বলেন, তারা আমাকে সমকামিতা বিরোধী বিলের উপর আলোচণা করতে নিষেধ করেছেন। কিন্তু আমি সদস্যদের প্রাইভেট বিল বন্ধ করতে পারিনা। আমি ধর্মীয় দলগুলোকে আলোচনার জন্য স্বাগত জানাই। উগান্ডান ডেইলি মনিটর রিপোর্ট। Click This Link কাগাদা সংসদ সদস্য ডেভিড বাহাতি’র সাথে সাক্ষাত করেছেন।

বাহাতি এই বিলটি লিখেছেন এবং সমকামিতার অপরাধের জন্য মৃত্যুদন্ড প্রস্তাব করেছেন। কিন্তু আইনপ্রনেতারা এখন মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবতজীবন জেল দণ্ড দিতে চাচ্ছেন। ২০১০ সালের “দ্যা পিউ রিসার্চ সেন্টার”( http://www.newstimeafrica.com/archives/ 11763) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে শতকরা ৮৯ ভাগ উগান্ডান নৈতিকভাবে সমকামিতাকে অপছন্দ করেন । উগান্ডার ডেইলি মনিটর আর্টিকেলে বেন নামের একজন কলামিষ্ট লিখেছেন, “ সমকামিতা একটি মানসিক রোগ, বিজ্ঞানীদের উচিত এর একটা ওষুধ খুঁজে বের করা। আর তা না হলে আমাদের উচিত সমাজ থেকে এই পাগল লোক গুলোকে দূর করে দেয়া।

” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.