আমাদের কথা খুঁজে নিন

   

টিভিজুড়ে ইন্ডিয়ান সিরিয়ালের ত্রাস এবং স্বদেশী সংস্কৃতি গ্রাস

‍প্রেম নয় কবির অন্বিষ্ট হলো বিরহ । / কিন্তু বিরহ দুর্লভ বড়, প্রেমের ওপারে থাকে সে । / তাই কবিকেও প্রেমে পড়তে হয়,/ অবশ্য তা প্রেমের জন্য নয়-/ একদিন বিরহকে কাছে পাবে বলে । ...নির্মলেন্দু গুণ । কয়েক বছর আগেও যখন আমাদের গ্রামে নতুন ডিশ সংযোগ এসেছে তখন ঢাকা থেকে ছুটিতে বাড়ি এলে টিভির রিমোট কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার দখলে থাকতো ।

এমনকি প্রতিবেশিদের ঘরে টিভি দেখতে গেলেও আমাকে রিমোট দিয়ে বলতেন, ‘নে, কী দেখবি দেখ…। ’ কিন্তু এখন গেলে রিমোট লুকিয়ে রাখে । বলে, ‘ওই যে আইছে!’ না এটা আমার প্রতি অসম্মান বা অসৌজন্য প্রকাশ নয়, এটা তাঁদের অসম্ভব সিরিয়ালপ্রীতি । আমি টিভি দেখতে বসলে আমার যে ছোট বোন আগে টিভির ধারেকাছেও আসতো না, সে এখন দলবল নিয়ে আসে আমার কাছ থেকে রিমোট বগলদাবা করতে । হাতেপায়ে ধরে বলে, ‘শুধু এই সিরিয়ালটা!’ সেই সিরিয়াল আর শেষ হয় না…।

এটা শুধু আমার গ্রাম নয়, পুরো বাংলাদেশের চিত্র । সিরিয়ালের অধিকাংশ দর্শক গৃহিনী, যারা কী দেখলো না দেখলো সেটা নিয়ে কখনও এতটা ভাবিনি কিন্তু গত কয়েকদিন টিভি দেখতে বসে যখন লক্ষ্য করলাম আমার ৩ বছরের ভাতিজি বারবার এসে বিরক্ত করে বলছে, ‘কাকু কাকু, ইসতার জলছা দেন!!!’ তখন আমি অবাক, চিন্তিত, বিস্মিত । ইন্ডিয়ান বস্তাপঁচা সব সিরিয়ালের একই কাহিনী- ত্যানাপেচাইন্যা পরকীয়া । ভেবেছিলাম শুধু গ্রাম এবং শহরের গৃহিনীরাই শুধু সিরিয়াল দেখে কিন্তু ঈদের মধ্যে আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া আধুনিকা-স্মার্ট বান্ধবীকে ফোন করলে যখন শুনি সে ‘টাপুর টুপুর’ সিরিয়াল দেখছে তখন আরও অবাক হই । অবশ্য ঈদের আগে ও পরে কয়েকদিন ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থেকেও অসহ্য বিজ্ঞাপনের অত্যাচারে একটা ঈদের নাটক ও অনুষ্ঠানও পুরো দেখতে পারিনি ।

পরিচালকের ঘনিষ্টজন ছাড়া এ অত্যাচার কেউ সহ্য করে বলেও আমার মনে হয় না । ইন্ডিয়ান সিরিয়ালে এই বিজ্ঞাপন বিড়ম্বনা নেই বললেই চলে, তার উপর রগরগে সব কাহিনী । মানুষ বাংলাদেশি চ্যানেল কেন দেখবে ? শুধু সিরিয়ালের দর্শকদের দোষ দিয়ে লাভ কী! যখন আমরা আমাদের সিনেমার চেয়ে নাটক অনেক মানসম্মত-উন্নত বলে গর্ব করি । আমাদের রয়েছেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, তারিন, তিশাদের মতো অভিনেতা-অভিনেত্রী । আমাদের টিভি চ্যানেল মালিক, প্রযোজক, পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের বলছি, ‘আপনারা এতো পরিশ্রম করে, লাখ-লাখ টাকা খরচ করে সুন্দর সুন্দর এক-একটা নাটক বানান তারপরও আমাদের দর্শকরা এদেশের নাটক কেন দেখছেনা, দয়া করে একবার ভাবুন ।

’ এই সমস্ত চ্যানেল বন্ধ করা ছাড়া এই অবক্ষয়ের হাত থেকে মুক্তির আর কোনো উপায় নেই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।