আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে কলেজ খুলে যাবে আগামীকাল। বাসা থেকে বিদায় নিয়ে মাসের খরচ ৫০০০/=টাকা মানিবেগে ভরে কমলাপুর ষ্টেশনে পৌঁছলাম। মহানগর প্রভাতীর লাইনে এসে দেখি আমার অপেক্ষায় গাড়ী দাঁড়িয়ে নেই।
গাড়ীর এহেন বেয়াদবীতে যারপর নাই বিরক্ত হলাম। অপেক্ষা করতে করতে সকাল সাড়ে সাতটা অনেক আগেই পেরিয়ে গেছে।
ব্যাগ নিয়ে বসে পড়লাম। একটু পর পর ঘোষনা হতে লাগল কিছুক্ষণের মধ্যে মহানগর প্রভাতী এসে পৌঁছাবে। ১১ টা বাজার পর ঘোষণা পালটে গেল। মহানগর আসতে দেরী হবে, যাত্রীরা অপেক্ষা করতে না চাইলে কাউন্টারে টিকেট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। ফিরে এলাম কাউন্টারে।
লম্বা লাইন হয়ে গেছে। ধাক্কা ধাক্কি করে একময় টিকেটের মহামূল্যবান ৫০০/=টাকা ফেরত পেলাম। টাকা মানিব্যাগে রাখার জন্য হিপ পকটে হাত দিয়ে জমে গেলাম, মানিব্যাগ যায়গামত নেই!! অন্যান্য পকেটগুলোতেও হাত বুলিয়ে বুঝলাম মানিব্যাগটা নিজের মনে করে কেউ নিয়ে গেছে। ৫০০/= টাকা শার্টের বুক পকেটে রেখে বাড়ি ফিরে এলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।