ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু মধ্যরাত। চারিদিকে সুনসান। ঘুমে মগ্ন রাজপুরী।
ঘুমোচ্ছে রাজা, ঘুমোচ্ছে প্রজা, ঘুমোচ্ছে মন্ত্রী, ঘুমোচ্ছে সেনাপতি, ঘুমোচ্ছে উজির-নাজির-সান্ত্রী-সেপাই-কোতয়াল-চৌকিদার সবাই।
শুধু জেগে আছে আকাশের তারা, পূর্ণিমার চাঁদ, উত্তরের বায়ু, সাদা কুয়াশা আর ঝিঁ ঝিঁ পোকার দল।
আকাশের তারা মিটিমিটি জ্বলছে। পূর্নিমার চাঁদ অর্থহীন হাসছে। উত্তরের বায়ু টহলরত। আর জমাটবদ্ধ সাদা কুয়াশা স্তূপে স্তূপে ছড়িয়ে আছে রাজপুরীময়।
ঝিঁ ঝিঁ পোকার ডাক হঠাৎ থেমে গেল।
টহলরত ঠান্ডা বাতাসকে থামিয়ে, অলস সাদা কুয়াশাকে ভেদ করে চাপা কান্নার শব্দ ভেসে আসে রাজপুরী হতে।
এ কার কান্না...? প্রশ্নবোধক চিহ্নের মতোই সহসা থমকে যায় প্রকৃতি।
আকাশের তারা নিভু নিভু হয়ে জবাব দেয় এ এক হতভাগ্য যুবকের কান্না।
পূর্নিমার চাঁদ অর্থহীন হাসি থামিয়ে জানায় এ এক হতভাগীনী তরুনীর আর্তনাদ।
উত্তরের বায়ু থমকে গিয়ে বলে এ এক অসহায় বৃদ্ধের বিলাপ ।
আর অলস কুয়াশাগুলো শুধু তাদের উত্তর শোনে।
একটু পরে ঝিঁ ঝিঁ পোকা যখন আবার ডাকতে শুরু করে রাজপুরীতে সবাই
তখনো ঘুমায়। রাজপুরী ডুবে যায় নিদ্রাপুরীর মতো নির্জনতায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।