আমাদের কথা খুঁজে নিন

   

[প্রথম প্রেম] by [শ্রদ্ধা] লিরিক্স

িকছুই বলার নাই। আমার স্বপ্ন আমার আশা, নীল আকাশের পানে চেয়ে থাকা; এক ছবি এই মনে আঁকা, যাকে নিয়ে আমার এই কবিতা। প্রতি মেঘে তার ছায়া দেখা, বৃস্টির আভাসে তাকে অনুভব করা। বৃস্টির জলে ভিজে যাওইয়া, একেই বলে অবুঝ ভালোবাসা! আজ মনে এঁকেছি, তোমারি ছবি; নিরবে আজ একাকী, স্বপ্ন দেখি, তোমায় ভালোবাসি নির্জনতায়! সারা রাত শুধু তোমায় ভেবে থাকা, সেই ভাবনায় আমার- তোমার ছঁবি আঁকা। তুমি-আমি যেন এক ই সরল রেখা, বোঝোনা তুমি আমার, অবুঝ ভালোবাসা! আজ মনে গেঁথেছি, তোমারি ছবি; নিরবে আজ একাকী, স্বপ্ন দেখি, তোমায় ভালোবাসি নির্জনতায়! ও ও ও!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.