সচেতন হই , সচেতন করি । 4G নেটওয়ার্ক সম্পর্কে জানতে উইকিপেডিয়া তে একটা আর্টিকেল পড়ছিলাম আর তখন একটা ভাবনা মাথায় এলো, তা হল "ইসস যদি এমন হত সম্পূর্ণ উইকিপেডিয়া বাংলায় পড়া যেত !!" আমার বিশ্বাস এটা আমার মত অনেকের মনের কথা। সমাজের মহা কোটিপতি বা কর্পোরেট কোম্পানি এর হর্তা-কর্তা যারা সমাজের উন্নয়ন এবং সংস্করণ নিয়ে খানিকটা মাথা ঘামান তাঁদের উদ্দেশ্যে বলছি-উইকিপেডিয়ার বংলাকরণ উদ্যোগ আপনার ব্যক্তিগত বা কোম্পানি ইমেজের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে যা আপনাকে বা আপনার কোম্পানিকে করে তুলবে সাধারণ জ্ঞানের অংশ অনেকটা নিম্নরূপঃ- প্রস্নঃ কে উইকিপেডিয়ার বংলা সংস্করণ এর উদ্যোগ নিয়েছিলেন ? উওরঃ অমুক !! আর রোজ কেয়ামত এর আগ পর্যন্ত যতদিন আমার মত সস্তা জ্ঞান পিপাসুরা ( যারা কোন বিষয় যখন জানার প্রয়োজন বোধ করেন তখনই তা জানার চেষ্টা করেন এর আগেও না পরেও না ) বেচে রবে ততদিন আপনার আমলনামায় যোগ হতে থাকবে শুধু সওয়াব আর সওয়াব। আমীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।