আমাদের কথা খুঁজে নিন

   

বিডিয়ার বিদ্রোহঃ বিচার ও জঙ্গিরাষ্ট্রের রূপকল্প

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো বিডিয়ার বিদ্রোহের বিচার শেষ হয়েছে। মোট ৫৯২৬ জন জওয়ান শাস্তি পেল। ৩মাস থেকে ৭ বছর কারাদন্ড। বিচার না হয় হলো, কিন্তু বিডিয়ার বিদ্রোহের মোটিভ কি জানা গেছে? না। এই ভয়ংকর হত্যাকান্ডের পেছনের মদদদাতা কারা? দুই দিনের নাটকে এরা সবাই পালিয়ে গেছে।

প্রধানমন্ত্রীর আশ্বাসে যারা আবার যোগ দিয়েছিল, তাদের ছয় হাজার এখন জেলে। চাকরী হারাচ্ছেন তারা। কি প্রক্রিয়াতে বিচার হলো? এরমানে দাড়ালো, ছয় হাজার নুতুন জওয়ান নিয়ে শুরু হবে বিডিয়ার ওরফে বিজিবি। সেই সাথে এটাও ভাবতে হবে, ৬ হাজার পরিবার তাদের অভিভাবক হারালো। আগামী সাত বছরে অস্ত্র চালনায় প্রশিক্ষিত ৬ হাজার জন জেল-ফেরত তরুন পাবে বাংলাদেশ।

যারা জেলখানায় আর সব অপরাধীদের সাথে মিশে যাবে। জেল থেকে বেরিয়ে এরা কি করবে? কোন পরিকল্পনা নাই এবিষয়ে। সন্ত্রাসের ব্রিডিং গ্রাউন্ড হিসাবে প্রতিষ্ঠা পেতে আরেক ধাপ এগোল বাংলাদেশ। আত্মরক্ষার খাতিরেই এই ৬ হাজার জওয়ানকে পূনর্বাসনের কোন স্কিম হাতে নেয়া উচিৎ। নতুবা, পাকিস্তানের মতো পরিনতি হতে পারে।

সামান্য কিছু টাকায় হিটম্যান পাওয়া যাবে। অস্ত্র তুলে দিয়ে রাষ্ট্রবিরোধী যেকোন কাজে লেলিয়ে দেয়া যাবে। সর্বশেষ খবরে হিউম্যান রাইটস ওয়াচের ৫৭ পৃষ্ঠার প্রতিবেদনে, এই বিশাল বিচার প্রক্রিয়ার ভয়াবহ দিক সামনে এসেছে। একজন উকিল একসাথে ৩৫০টি কেইস সাম্লেছেন। ১ ঘন্টা করে কথা বলার সময়ও পায় নাই।

সাক্ষ্য প্রমান করবে কি! একসাথে ৮০০জন কিনভিক্ট হয়েছে- এমন রায়ও দেখা গেছে। বিচার চলা কালে মোট ৪৭ জন মারাগেছে। অনেকেই শিকার হয়েছে ভয়াবহ অত্যাচারের। পায়ের পাতায় পিটানো, উলটো করে ঝুলিয়ে রাখা, কারেন্টের শক দেয়ার মতো অত্যাচারের অভিযোগ পাওয়া গেছে। link: http://bit.ly/P67i1l একজন উকিল ৩৫০ বিডিয়ার কেইস সামলাইসে, আর এক রাজাকারের জন্য দেশী বিদেশী হালি হালি ডিফেন্স ল'ইয়ার, উপদেষ্টা, মুরুব্বি, লবিস্ট।

এতদিন যারা সীমান্ত পাহারা দিল স্বাধীন বাংলার, তাদের সঠিক প্রতিদান দেয়া হইসে। আইনের শাসন কেবল সবলকে রক্ষা করতেই কপচানো হয়। কোনো দিন দুর্র্বলের জন্য না। গোফ ওয়ালা মানবাধিকার কমিশনের গোফে তেল দেয়ার জন্য কাঠাল চারা রোপন করার কাজটা সুশীল সমাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। অপরদিকে ওই বিডিয়ার জওয়ানদের পরিবার ফেইসবুকের ওয়াল পর্যন্ত পৌছাইতে পারে না।

তারা সুশীল বাঙালি মধ্যবিত্ত শ্রেনীর অংশ নয়। নিখিল বাংলাদেশ সর্র্ব্দলিয় রাজনীতিতে মোল্লা, কাঠমোল্লা, ব্যবসায়ী, আমলা, উর্দিওয়ালা ও উর্দিছাড়া- সবার কিছু না কিছু হোল্ড আছে। কিন্তু এই জাত-কূলহীন নিম্নবর্ণের প্রায় ৬ হাজার কন্ভিক্টেড বিডিয়ার জওয়ান পরিবার সেখানে কোনো পদ রাখে না। ডজন খানেক টিভি চ্যানেলের মধ্যরাতের টেবিল চাপড়ানো গণতন্ত্র প্রহরীরা কোনদিন এসব বলবে না। মালালা, রোহিঙ্গা আরো কত গুরুত্ব্পুর্র্ন বিষয় আছে।

তাদের কাজ আমাদের পলিটিকলি কারেক্ট বেড টাইম স্টোরি শোনানো। স্লিপ ওয়েল বাংলাদেশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।