যা মাথায় আসে লিখে ফেলি ...:P ঢাকা শহরে অল্পদিন ধরেই আছি। তাই এখানকার অনেক কিছুই এখনো বুঝি না। তবু, স্বল্প বুদ্ধিতে যতটুকুন বুঝি, কোন আবাসিক এলাকায় গরুর হাট জাতীয় বাণিজ্যিক ঘরানার কিছু করতে অনুমতি পাবার কথা না। অথচও, আমার বাস গোপীবাগ, সেখানে মাঠ থাকা সত্বেও , রাস্তা দখল করেই গরুর হাট বসে, শুধু তাই নাই, হাটের জন্য যাতায়াতের রাস্তাও বন্ধ করে দেয়া হয়। বাড়ির পাশেই হাট, দিবা-রাত্রি গন্ধের কথা বাদ দিলাম। দিন নেই, রাত নেই ...বিজ্ঞাপনের নামে অসুস্থ যতসব হিন্দি গান বাজতে থাকে মাইকে, রাতের ১।৩০টা বাজেও নিস্তার নাই এই অত্যাচার থেকে। এই শহরে হাট করবার মতন জায়গা হয়তো অনেক কম। হয়তো, এই এলাকাটা গুলশান-বনানীর মতন হাইফাই পশ এলাকাও না। তাতে করে আমাদের সাধারণ সুবিধাগুলোর সাথে তো এভাবে তামাশা করাটা জায়েজ হয়ে যায়না! কার প্রভাবে, কার অনুমতিতে এমন একটা তামাশা প্রতিবছর করা সম্ভব হয়, জানবার ইচ্ছা হয় খুব!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।