আমি ভাই নিজেরে কমই চিনি :) আপনারা হরতাল দিবেন ভাল কথা তো । ছুটিতে দিন কাটবো, অলসতায় দিন কাটবে । কিন্তু আমাদের এই গরীব দেশের বহু গরীব দিন আনে দিন খায়। তাদের কথা চিন্তা করবেন না? কত বাবা তার ছেলের জন্য খাবার আনতে পারবে না , কত বৃদ্ধরা হসপিটাল যেতে পারবে না, কত মানুষের অর্থলগ্নী থেকে বঞ্চছচিত হবে । তাদের জন্য কি করবেন আপানারা?এই মানুষগুলো কিন্তু আপনাদের মত বেআইনি সম্পদের পাহাড় গড়েনি । মানুষ গুলিকে কিছু মনেনা আপনারা? এই দেশের মানুষ আপনাদের "স্বার্থ" থেকেও বড় ? আমি বলব গনতন্ত্র এর সনংজ্ঞাটাও আপনারা ভুলে গেছেন । মানুষের কল্যাণে আসুন, মানুষ ও আপনাদের কল্যাণে আসবেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।