আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃন্না তাদেরকে**

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** বড় অচেনা লাগে পরিচিত মানুষগুলিকে যখন দেখি সামান্য কটা টাকার লোভ সামলাতে পারে না দেখি তাদের নৈতিক স্খলন বাসার বিস্বস্ত কাজের মেয়েটি দুই/তিনমাস পর টাকা চুরি শুরু করে , চাল ডালও নিয়ে বসে ভাবি আমার চাকুরীর ১০ হাজার টাকার মত ও মেরে দিয়েছে এতদিন ভেবেছি আমি বুঝিবা অন্য জায়গায় খরচ করেছি ভাবতেই পারিনি যে ও চুরি করেছে,ওকে প্রতি মাসেই নানান টুকটাক কাজ করিয়ে প্রায়ই বখশিষ দেই ইস টাকার লোভটা ও সামলাতে পারল না ঘৃন্না ওকে খুব শখ করে কিছু ড্রেস কিনেছি ইণ্ডিয়ান কাপড়ের টেইলার্সকে বিশ্বাস করে কাপড় দিয়েছিলাম। প্রতিটি পিস থেকেই কাপড় মেরে সে জোড়াতালি দিয়ে প্রতিটি ড্রেস যেভাবে সে নষ্ট করল, ঘৃন্না তাঁকে খুব বিশ্বাস করেছিলাম আমার ছাত্র-ছাত্রীকে বলেছিলাম আমি নাম্বার ঢেলে দিব , কিন্তু প্লিজ কেউ নকল করবেন না কি করল এরা কেউ না কেউ প্রতি কোর্সেই নকল ধরা পড়ে কাদেরকে কি শিক্ষা দিলাম, ঘৃন্না তাদেরকে বিশ্বাস করে বেড়াতে আসা বান্ধবীকে সব দেখালাম আমার ড্রয়ার খোলা রেখে চলে গেলাম আমার জারকানের কানের দুল, পুরান ফেসপাউডার আর শখের ড্রেস নিয়ে চলে গেল, ঘৃন্না ওকে বিশ্বাস করেছিলাম আরো কিছু মানুষকে তাদের সামান্য স্বার্থ সিদ্ধি করার জন্য কেমন বিপদে ফেলে রেখে চলে গিয়েছে সামান্য মনুষত্ব রাখতে পারে না, ঘৃন্না তাদেরকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.