আমাদের কথা খুঁজে নিন

   

কর্ণফুলীকে করাল গ্রাস থেকে রক্ষা করুণ

Bangladesh is a beautiful country of the world বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। এই নদী নির্ভর করে গড়ে উঠেছে এ দেশের সভ্যতা। কিন্তু এই নদী আজ আমাদের থেকে হারিয়ে যাওয়ার পথে। এই নদী গুলো প্রাকৃতিক ভাবে সৃষ্টি । কিন্তু মানব সৃষ্ট কিছু কারণে আজ সে গুলোর স্বাভাবিক প্রবাহ বাঁধা গ্রস্থ হচ্ছে।

বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ করার জন্য যে আইন আছে তা যতাযত মানা হয় না। ফলে যেখানে সেখানে পরিবেশের ক্ষতিকর বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে। ফলে পরিবেশ তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। অন্যদিকে নদ নদী দূষিত হচ্ছে ফলে মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে।

এর ফলে নদী নির্ভর কৃষি সম্পূর্ণ ধ্বংসের পথে। আগে যে খানে তিনবার চাষ হত এখন হয় দুইবার । বিভিন্ন পর্যটক কর্ণফুলী নদীকে বলে ছিল বাংলাদেশের প্রবেশদ্বার। কিন্তু এখন এই কর্ণফুলী সংকীর্ণ হয়ে গেছে। এখন সরেজমিনে দেখলে দেখা যাবে নদীর দুইপাশে গড়ে উঠেছে নানারকম শিল্প প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠান নদীর ওপর স্থাপন করেছে বিভিন্ন স্থাপনা। সেখানে জাহাজের লোড আনলোড করা হয়। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাঁধা গ্রস্থ হচ্ছে এবং নদীর দুইপাশ খুব দ্রুত ভরাট হচ্ছে। চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী। তা বলার একমাত্র কারণ হল প্রাকৃতিক ভাবে গড়ে উঠা চট্টগ্রাম বন্দর।

আমরা যদি এই কর্ণফুলী নদীকে বাঁচাতে না পারি তা হলে এই বন্দরকে বাঁচাতে পারব না। আমি এখানে কোন ছবি দেয়নি কারণ যাদের ছবি প্রকাশ করব তারা খুব শক্তিশালী। তারা জোঁকের মত মানুষকে শোষণ করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করা ছাড়া আর কোন উপায় নাই। কানের দুলকে হারানোর জন্য নাকি এই নদীর নাম কর্ণফুলী ।

কিন্তু যে ভাবে নদী ভরাট হচ্ছে তা হলে হয়ত এই কানের দুলকে কেন অদূর ভবিষ্যতে এই নদী আর পাওয়া যাবে না। অন্যান্য নদীর মত হয়ত একদিন ............. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.