ইহিহিহি!!! এক অনন্ত জলিলকে নিয়ে হাজার হাজার লেখা পড়ে ফেললাম......ভালো,মন্দ।আমার দূর্ভাগ্য তাঁর মুভি এখনো দেখা হয়নি,তবে মুভিগুলোর ট্রেলার আমি দেখেছি,গানও দেখছি বেশ কয়েকটা। সে বাংলা মুভিতে ইনভেস্ট করছে খুবি ভাল ব্যাপার,কিন্তু তাকেই কেন অভিনয় করতে হবে,তাও প্রধান চরিত্রে!যেখানে সে অভিনয়ই পারেনা।মুভি তো অনেক বড় ব্যাপার,হাজার হাজার দর্শক যেটা দেখে,আর সেখানে জলিলের হাস্যকর আর রোবটিক অভিনয়দুঃখের ব্যাপার সে এটা বুঝতে পারছেনা,কোন এক সাক্ষাতকারে তাকে এই প্রশ্নটা করা হয়েছিল সেই কেন তার সব মুভিতে নায়ক।উত্তর শুনে আমি থ তার মুভিতে অভিনয় করার মত যোগ্য নায়ক নাকি বাংলাদেশে নেই জলিলকে কে বোঝাবে তার রোবটিক অভিনয় দিয়ে আর যাই হোক দর্শকের মন জিততে পারবেনা বুঝলাম জলিল বাংলা মুভির শুভাকাঙ্ক্ষী কিন্তু ......তার অভিনয় করাটা বোকামি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।