আমাদের কথা খুঁজে নিন

   

দি অ্যাপেল(সিনেমা)

I'm searching that I've lost... ‘মেয়ে হলো ফুলের মতো,সূর্যের আলো লাগলে শুকিয়ে যাবে, পুরুষদের দৃষ্টি ঠিক সুর্যের আলোর ন্যায় তীব্র। সুতরাং মেয়েদেরকে বাঁচানোর একমাত্র পথ তাদেরকে ঘরের বাইরে যেতে না দেয়া। ’ পুরানো কোন এক বইয়ে এই কথা পরে নিজের জমজ মেয়ে জাহরা আর মাছুমাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন তাদের বাবা। প্রতিবেশীদেও মাধমে সমাজ কল্যান মন্ত্রনালয় জানতে পেরে তাদেরকে উদ্ধার করে মুক্তি দেয়। খাঁচামুক্ত পাখির ন্যায় বেরিয়ে পরে জাহরা আর মাছুমা।

সবকিছুতেই অবাক আর কৌতুহলী তারা। এদিকে সরকারের লোক তাদের বাবাকে বাসায় ঢুকিয়ে গেটের বাইরে থেকে তালা লাগিয়ে রেখেছে। যতক্ষন না সে কথা দিবে মেয়েদেরকে আর তালাবদ্ধ করে রাখবে না ততক্ষনণ ছাড়া পাবে না। বাবা ছাড়া পায় নাকি অন্য কিছু ঘটে সেটা না হয় ছবিতেই দেখে নেবেন...। কারণ ছবির আসল মজাটাই এখানে।

তার অদ্ভুত সব কর্মকান্ড হাসির উদ্রেক ঘটালেও তার সীমাবদ্ধতার কথা ভেবে দর্শকমনে সহানুভুতি জন্মায়। ইরানী ছবি। যথার্ত সরল গল্প। মেকিং ও সাধারণ। জ্বলের মতো স্বচ্ছ ছবি।

১ ঘন্টা ২৬ মিনিট দৈর্ঘ। পরিচালক সামিরা মাখমালবাফ। ইরানী পরিচালক সামিরা মাখমালবাফ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মুহসিন মাখমালবাফের কন্যা। মুক্তি পায় ২৭ মে ১৯৯৮ এ। মুহসিন মাখমালবাফের একটি সিনেমার শুটিং থেকে বেঁচে যাওয়া বাড়তি ফিল্ম দিয়ে সামিরা মাখমালবাফ দি আ্যপেল শুট করেন।

ইরানী পরিচালকরা কম বাজেটে তুলনামুলক ভাল ছবি নির্মানে পারঙ্গম। বিশ্বের অন্যান্য নির্মাতাদের সাথে ইরানীদের এই ব্যাপারটায় বেশ অমিল। আমেরিকার বেশ কিছু পরিচালক আছেন যাদেও টার্গেটই থাকে বাজেটের রেকর্ড ভাংগা। জেমস ক্যামেরূণ এদের একজন। হাঁ তাদের ছবিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যাবহৃত হয় সে কথা ঠিক।

তবে রিস্ক থাকলেও বিগ বাজেট ভাল ছবি নিমৃানে অতিরিক্ত সুবিধা। কিন্তু কম বাজেটে ভাল ছবির নির্মাতা অবশ্যই কৃতিত্বের দাবিদ্বার। ইরান এক্ষেত্রে সফল। গত বছর অস্কার পাওয়া ইরানী ছবি এ সেপারেশন এর বাজেট মাত্র ৮০০,০০০ ইউ এস ডলার। এত স্বল্প বাজেটে সুন্দর ছবি নির্মান সত্যিই প্রশংষনীয়।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।