আমাদের কথা খুঁজে নিন

   

জর্দা খাব , কিনতে কই পাই ?

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility আমি জর্দা তৈরীর উপকরন উপস্থাপন করলেও বোন , মা ও ভাবী + দুলা + ভাই + ভাতিজারা + আমি মিলেও জর্দা তৈরী করতে পারবনা । ঘরের মা জাতিরা প্রায়ই তারা জর্দা অভিযান চালায় আমার উদ্দেশ্যে কিন্তু তাদের এক সময় মোরব্বা হয় না ঠিক আরেকবার ঐটা বাদ যায় , আর না হয় কাচা হয় , রঙ মিশেনা । বহুত ঝামেলা ! কই জর্দা কিনতে পারব ? মোরব্বা মাস্ট থাকতে হবে । পুরান ঢাকার আশে পাশে যেতে পারব না, উত্তরা, বনানী গুলশান আমার দৌড়, দরকার হলে এয়ারপোর্ট । আমার প্রিয় । জানি বিয়ে বাড়ি ছাড়া পাব না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।