আমাদের কথা খুঁজে নিন

   

যদ্ধাপরাধী বাচাতে: ড. কামাল হোসেনের গণফোরাম থেকে জামায়াতের মুক্তচিন্তা ফোরামে যোগদান।

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। ঘটনার ঘনঘটায় মনে পরেগেল হুমায়ুন আজাদের লেখা কথাটি "একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়। " তার কথার যথার্থতা প্রমান করেছেন, কাদের সিদ্দিকী , আসম রব , কর্নেল ওলি প্রমূখরা আমাদের মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তিতুল্য বীর সেনানী। আমাদের হীন রাজনীতির নানান হীন সমীকরণ ও কূটচালে তাদের অবস্থান যাই হোক না কেন,তারা আমাদের মহান স্বাধীনতার আকাশে চির ভাস্বর তারকা বিশেষ। জাতি তাদের কাছ থেকে এমনকিছু আশা করেনা,যা শুধু এদেশের স্বাধীনতা প্রেমী মানুষের কষ্টের কারনই হবেনা-তাদের কিংবদন্তিতুল্য অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করবে য্দিও উনি দূর্নীতিবাজ ।

উনিও মুক্তচিন্তা ফোরামের নি্য়মিত মেহমান মুক্তচিন্তা ফোরামের সমন্বয়ক হিসাবে কলকাঠি নারেন জামায়াত-শিবিরের কালচারাল নেটওয়ার্কের প্রধান ক্যডার আমিরুল মোমেনিন মানিক। তার দ্বা্য়ীত্বে চলে হেডহান্ট! কে এই মানিক? রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সহসভাপতি; একই সঙ্গে শিবিরের কেন্দ্রীয় সদস্য। এই মানিক ছাত্রশিবিরের ২০০১ সাল থেকে অনুষ্ঠিত প্রতিটি কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশ নিত কেবল ইসলামি গজল গাওয়ার জন্য। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছিল)। তিনি নাকি আবার নচিকেতার সাথে সিডিও বের করেছেন > জামায়াত-শিবিরের ফাঁদে নচিকেতা! আরো জানতে পড়তে পারেন।

সেই এখন জামায়াত-শিবিরের কালচারাল নেটওয়ার্কের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ড. কামাল হোসেন। ঢুকেই জামায়াত-শিবিরের সাথে গলামিলিয়ে আওয়াজ "যেনতেনভাবে দোষী সাব্যস্ত করে তাদের বিচার করা হোক, এমনটা আমরা চাই না। আমরা চাই আইন অনুযায়ী তাদের সুবিচার হোক। কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি।

যেনতেনভাবে শাস্তি দিলে তো শুরুতেই দেওয়া যেত। । " অপেক্ষায় আছি কবে দেখব উনি তাদের হয়ে মামলা লড়ছেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।