আমাদের কথা খুঁজে নিন

   

ছটকাট ওয়ে ছিনতাই

Bangladesh is a beautiful country of the world আমাদের যে ভাবে বেড়েছে জনসংখ্যা ঠিক সেই ভাবে বেড়েছে বেকারত্ব। একজন মানুষের নুন্যতম চাহিদা হল মৌলিক চাহিদা পূরণ। কিন্তু বেকারত্ব কারণে সে মৌলিক চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। আমরা যতো দিন না এ বেকারত্ব নামক বেয়াদি দূর করতে না পারব ততোদিন নানা রকম অসামাজিক কর্মকলাপ ছিনতাই, খুন, রাহাজানি,ছেলেধরা বাড়তে থাকবে। কারণ, সমাজের একটি শ্রেণী আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে অন্য শ্রেণী সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

আমরা যতোদিন না এই সম অধিকার প্রতিষ্টিত করতে না পারব ততোদিন এই অসামাজিক কর্মকলাপ বন্ধ করা যাবে না। আজকের দিনে পত্রিকার খুললে দেখা যায় এর প্রমান। বতর্মান যুগে আমরা যতো ডিজিটাল হচ্ছি ততোই বাড়ছে বেকারত্ব। সরকার এখন যদি এই বেকারত্ব দূর করার জন্য পদক্ষেপ না নেয় তাহলে অদূর ভবিষ্যতে এর ফলাফল হবে মারাত্নক। তখন দেশের জন্য হবে জলে কুমীর ডাঙ্গায় এর মত।

এথনি সঠিক সময় বেকারত্ব দূর করা। আর তা যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে মৌলিক চাহিদা পূরণে সানা রকম ছটকাট পথ বেচে নেবে এই যুব সমাজ। আমাদের এখনি সময় এ যুব সমাজকে অন্যায়ের পথ থেকে ঠিক পথে আনা। না হলে ইয়াবা মতো নানা রকম মাদ্কাশক্তিতে আসক্ত হবে। যুব সমাজকে সমস্যা নয় জন সম্পদে রূপান্তর করতে হবে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.