আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম পত্র না কামনার ডাক

কাজ করি সত্তিকারের মানুষের তরে । আজ আর কানে ভেসে আসেনা " আমায় এত রাতে কেন ডাক দিলে" বা নিশিতে যাইও ফুলে বনে" গানের কলি গুলি । যুগের পরিক্রমায় আধুনিকতার নাম করে বিলিন হয়ে যাওয়া সভ্যতার যুগে প্রেম পত্র, বা বন্ধুত্তের ভাষাও আজ হাতের নাগালের মুটু ফোন । সহজ মাধ্যমের সহজ ভালবাসা সল্পসময়ের যুগে যদি পাওয়া যায় সেই হারিয়ে যায়া চিঠির আমেজ তাতে কিছুটা ভাববার বিষয় হয়ে যায়, এটা বন্ধুত্ত না কি ভালবাসা, নাকি কামনার ডাক । বন্ধু দিবসকে উপলক্ষ করে যদি হাতে এসে পৌছায় এমন একটা পত্র- " বন্ধু দিবসে তোমাকে জানাই অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা, সাদা-মাটা কথা দিয়েই আমার লিখা শুরু করলাম কিন্তু এখানে পাবে তুমি অসংখ্য ভালবাসা আর আবেগের র্স্পশ, তুমি একেবারে আমার প্রানের মাঝে থেকে অবলোকন কর আমার স্বপ্ন আশা ও বেদনাকে । তোমার সাথে আমি বন্ধু রচনা করিনি বন্ধুত্ব এমনিতেই হয়ে গেছে । জানিনা আমি তোমার উপযোক্ত বন্ধু কিনা? তবে তোমার জন্যে আমার তারনা বার বার তাড়াকরে তাড়নায তাড়িত হই তোমার সুবক্কুর স্পর্শ পেতে । ......... বন্ধু তুমি সব সময়ের বন্ধু তুমি সব কিছুর । এমন চিঠিকে আমি কি ভাবতে পারি???????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.