আমাদের কথা খুঁজে নিন

   

অনাদী শিকড়

হঠাৎ থেমে গেলে সেই যে গড়িয়ে যাওয়া উলের বলের পিছু ধেয়ে অজানায় এসে জলপ্রপাতের বন, কাঠবেড়ালী, ধানী জমির শরীর জড়িয়ে রেডউডের ছায় বসলে, মনে হয় যেন পাথর ফসিল হয়ে গেছো সেই থেকে তুমি। রোদ, বর্ষা শিশির জোছনা অথবা চমক কিছুই জাগাতে পারছে না তোমাকে। আড়াআড়ি মেলা পা যেন লম্বা সেতু গোল্ডেন গেইট প্রতিদিন পার করে দিচ্ছ কত জনা কিন্তু তুমি স্থির অনড় মেলে দেয়া সমুদ্র চোখ খুঁজে ফিরছে হারানো লাল টুকটুক বল অদূর দিগন্তে আধ বোনা রেশমিকুর্তা শেষ না হলে হংসমিথুন হয়েই কাটবে। হাতের কাঁটায় জলকনা গড়ে তুলছে মেরু গ্লোসিয়ার থ্রি সিস্টার, চোখের তারায় ভীড় চেরাপুঞ্জির মেঘদল আবছা ঝাপসা চারপাশ। তাই কী তোমাকে ফাঁকি দিয়ে যায় সুযোগ? জিপসী মাদলের তান বাজে শিরদাঁড়ায় কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি হরণ করে নিয়েছে অজানা শিকারী তুমি অসহায় শিকড় গজিয়ে বসে আছো অনাদীকাল-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.