আমাদের কথা খুঁজে নিন

   

স্লাইসকরণ খসড়া

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে ০ তোমাকে মেঘ দেবো দেবো বিহঙ্গী ডানা চোখে আকাশ মেলে শুধু উড়ে যেয়ো না আগুনে পুড়ে যদি সকল খেলাঘর বন ভস্মে একাকি আমার সবই পর ১ কবিতারা কেটে আনে ফালি ফালি চাঁদ তার কাছে করি ঋণ বিশ্বাস অগাধ ২ আমাকে ধার দাও মায়া মধুবন হৃদয় নিঙড়ে সাজাই অথৈ রোদন উদার করে যদি দিতে পার ঋণ নির্ভয় যেতে পারি ঠিকানা বিহীন উদার দু'হাত ভরে যদি দিতে পারো যাব সাধ্যের অতীত; যেতে পারি আরো ৩ একফোঁটা জল যদি ধার দাও তোমার দ্বারে যাবে পানসি নাও ৪ অপার বিশ্বাসে তারা গেল মারা যুগে যুগে সু-যুগ আনলো যারা কেনো তুমি মিছে তবে নাচ চেংটি নাচন মহুয়ার লোভে দাঁত চেপে ধরো নাটাই তোমার আসুক না বদ হাওয়া বেশুমার ৫ বন্ধু , বাড়াও হাত আমরা আলো কেটে আনি গহীন আঁধার চোখ ধাঁধালো আমরা স্বপ্ন ফেরারী ৬ আমার কেবল কান্না আসে । কী করি ! কোথায় যাব ! কার কাছে। হৃদয়ের ব্যঙব্যবচ্ছেদ করে কারে দেখাই । আমি কোন প্রতারক নই। আমার কেবল কান্না আসে।

ওরা সেদিন কথা দিয়ে কথা রাখলো না। আমি কষ্টে ,অধিক কষ্টে নিজ হাতে খুন করব নিজেকে । একটি মৃত্যু সর্বাধিক অনুভব করবার মত মৃত্যু চেয়েছিলাম। সবচেয়ে উপভোগ্য মৃত্যুর সন্ধান করতে করতে সন্ধান পাই এক করাতকল। প্রথমে খসড়া করি।

যেভাবে স্লাইস করলে উপভোগ্য হবে খুব। পা থেকে শুরু। অসংখ্য স্লাইস মূর্হুতে মূর্হুতে। ক্ষরণ ক্ষোভের লোহিত কণা । অধিক সুখে চোখে প্রশান্তির নাব্যতা ।

চোখ দ'টো সবার পরে। চোখ দু'টো পড়ে থাকবে একটি ট্রাকের প্রতীক্ষায়। তারপর এঁকে এঁকে হৃদপিন্ড ,মাথা- আমার চিন্তাঘর... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.