আমাদের কথা খুঁজে নিন

   

পুনেতে আইপিএল দলের চিয়ার লিডার গ্রেপ্তার

পুনেতে আইপিএল দলের চিয়ার লিডার গ্রেপ্তার দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি দলের চিয়ার লিডারকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এনডিটিভির খবরে বলা হয়, ওই দলটির মালিক বলিউডের একজন স্বনামধন্য অভিনেতা। পুনে পুলিশের বিশেষ দল সোশ্যাল সিকিউরিটি সেল (এসএসসি) দেহ ব্যবসায় জড়িত ২২ বছর বয়সী সানা মনীশ চিরাওয়ালাকে একটি পাঁচতারা হোটেল থেকে গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তার করে। পুলিশ পরিদর্শক ভানুপত্র বার্জের নেতৃত্বে একটি দল হোটেলে অভিযান চালানোর সময় সানার স্থানীয় প্রতিনিধি সীমা জাগটাপকেও আটক করেছে। পুলিশের দাবি, হোটেলের ভাড়া এবং অন্যান্য ব্যয় ছাড়া প্রতি রাতে প্রত্যেক খদ্দেরের কাছ থেকে সানা দেড় লাখ টাকা করে নিতেন।

বার্জ বলেন, ‘অনৈতিক পাচারবিরোধী আইনের চার, পাঁচ ও ৮ নম্বর ধারায় আমরা তাঁকে আটক করেছি। এ ছাড়া কোরেগাও পার্ক থানায় তাঁর ও জাগটাপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে, সানাকে ধরতে টোপ হিসেবে এক ব্যক্তিকে আগেই পাঠানো হয়েছিল। ’ মুম্বাইয়ে পরিচয়ের সূত্র ধরে জাগটাপের সঙ্গে সানার সম্পর্ক গড়ে ওঠে। পুলিশ সানার মুঠোফোনের তথ্য ঘেঁটে বের করেছে, তিনি এ ব্যবসার কাজে দেশের বাইরেও গেছেন।

হোটেল যোগিরাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এএসসি। হোটেল প্রাঙ্গণ ব্যবহার করে দেহব্যবসা চালানোর অভিযোগে হোটেলের ব্যবস্থাপককেও গ্রেপ্তার করা হয়েছে। তবে, হোটেলে অভিযান চালানোর সময় আটক তিন তরুণী ও এক মহিলাকে পড়ে ছেড়ে দিয়েছে পুলিশ। (প্রথম আলো থেকে কপি পেস্ট) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।