স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে । সেইফ হওয়ার আনন্দে একটা পোস্ট দেয়া তো বানতাহে বস ! তবে পোস্ট দেয়ার কোন টপিক না পেয়ে আমার অতি প্রিয় অনুকবিতা "ভালবাসার বাদঁর" শেয়ার দিলাম । খেয়ে ফেলেন ... কাব্য আমার ভাষা ছিলনা , ক্যামেরা ছিলনা আমার চোখের দূত । রং তুলিতে ছিল না আমার বাসা , ছিলনা মনে নির্বাসনের ভূত । জানিনা আজ কোথায় যেন যান্ত্রিক গোলযোগে , আমায় যেন পেয়ে গেল হঠাত্ করে বাগে । এমন করল তাবিজ আমায় এমন যাদু টোনা , রাতের ঘুম গায়েব এখন রোমান্টিক গান শোনা । স্বপ্নে আসে ভেসে শুধু রাজকুমারীর চাদর , খুব বিরক্ত করছে আমায় ভালবাসার বাদঁর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।