শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে মঙ্গলবার সার্বিয়ার ক্রুসেভাচে স্বাগতিক সার্বিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এক ম্যাচে ইংল্যান্ড দলের কৃষ্ণাঙ্গ সদস্যদের নানাভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শেষ মুহূর্তে দেয়া গোলে ইংল্যান্ডে দল জয়ী হলে মাঠের ভেতরে দুই দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি ঘটনা ঘটে।
তবে ইংল্যান্ড দলের পক্ষ থেকে বলা হয়েছে দর্শক গ্যালারি থেকে ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফুটবলারদের লক্ষ্য করে বানরের ডাক সহ নানাধরনের বর্ণবাদী আচরণ করা হয়েছে।
ইংল্যান্ডের রক্ষণভাগের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ড্যানি রোজ অভিযোগ করেছেন, ম্যাচের আগ থেকে শুরু করে পুরো ম্যাচ জুড়ে তাকে লক্ষ্য করে বানরের ডাক ডাকা হয়েছে।
স্কাই টেলিভিশনকে তিনি বলেন, ম্যাচের সময় তার মাথায় দু দুবার ইটের টুকরো এসে লাগে।
ড্যানি রোজকে এক পর্যায়ে ক্রুদ্ধ হয়ে লাথি দিয়ে বল দর্শক গ্যালারিতে বল পাঠাতে দেখা যায়।
"ষাট মিনিট পর আমি আর খেলার দিকে মন দিতে পারছিলাম না। আমি ভেতরে ভেতরে রাগে ফুঁসছিলাম। হতাশা প্রকাশ করতে গোল করার পর আমি গ্যালারির দিকে বলে শট করি। "
টিভিতে দেখা যায় এই ঘটনার পরপরই, সার্বিয়ার কিছু খেলোয়াড় ড্যানি রোজকে ঘিরে ধরে।
পরপরই দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি হতে দেখা যায়।
ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এফএর পক্ষ থেকে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচের সময় বর্ণবাদী আচরণের অভিযোগ দায়ের করা হয়েছে।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।
ব্রিটিশ ক্রীড়া মন্ত্রী হিউ রবার্টসন ইউএফআ'র প্রেসিডেন্ট মিশেল প্লাটিনির কাছে চিঠি লিখে ঘটনার তদন্ত দাবি করেছেন। চিঠিতে ব্রিটিশ মন্ত্রী লিখেছেন, "যে কোন ধরণের বর্ণবাদী আচরণ সমূলে উৎপাটন করতে হবে।
"
ক্রদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরন।
প্রধানমন্ত্রী ক্যমেরনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, গতরাতের ঘটনায় প্রধানমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ এবং হতভম্ব।
ঐ মুখপাত্র বলেন, "ঘটনা তদন্তের দায়িত্ব ইউএফআ'র, তবে আমরা কড়া নিষেধাজ্ঞা আশা করি.....গতানুগতিক জরিমানা যথেষ্ট নয়। অপরাধ হলো এবং হাত মিলিয়ে তা ভুলে যাওয়া হলো--এটা চলতে পারেনা। "
সার্বিয়াসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে ফুটবল সমর্থকদের মধ্যে বর্ণবাদি আচরণ নিয়ে এখনো উদ্বেগ, অভিযোগ রয়েছে।
২০০৭ সালে অনূর্ধ্ব ২১ ইউরোপীয় টুর্নামেন্টের এক ম্যাচে ইংল্যান্ডের এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের দায়ে সার্বিয়াকে ১৬,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছিল।
সুত্রঃ বিবিসি বাংলা
মুসলিমরা সন্ত্রাসী অথবা জঙ্গি এসব কথা এখন প্রতিদিনই পশ্চিমা মিডিয়ায় বলা হয়। কিন্তু খ্রিস্টান কালোদের সাথে তাদের কি সমস্যা? বাইবেলে কি কালো আর সাদা খ্রিস্টানদের জন্য আলাদা স্বর্গ আর নরকের কথা বলা হয়েছে?
মূল বিষয় হল ইউরোপিয়ানরা নিজেরাই উগ্র, জাত্যভিমানী, বর্ণবাদী মানসিকতায় আচ্ছন্ন। গনতন্ত্র শুধু তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের বেলায় গ্রহণযোগ্য। এইজন্যই মুসলিম, কালো, চাইনিজ সবার সাথে তাদের ঝামেলা হয় আর ফুটবল মাঠে তারা এর বহিঃপ্রকাশ ঘটায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।