কোনো চাওয়া নাইকা থিসিস এর কাজ আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্চেঃ আশা করি, নেক্সট এক মাসের মধ্যে জিনিস ডেলিভারি দিয়ে আমার প্রিয় দুষিত নগরী ঢাকা তে ফিরে আসতে পারুম. নর্থ ইউরোপের পড়াশুনা অনেক টাফ , বিশেষ করে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং অনেক টাফ. থিসিস টপিক ও নতুন , অবশেষে সুপারভাইজার এর মুখে একটু হাসি ফুটছে, উনারা তু আবার কামের বেলায় হাসতে চায় না, কামের বেলা কম ই উনাদের সবকিছু . যাই হোক , আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শোকরিয়া , ডিসাইন এর কাজ তা হয়ে গেছে অলমোস্ট, এখন বাকিটা খুব একটা কষ্ট হবে না আশা করি. দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রাম এ আসার পর বুঝলাম লাইফ এ পেইন কত প্রকার ও কি কি . আপাতত মাস্টার্স তা ই শেষ করতে চাই, আমার জন্য দোআ করবেন যাতে, মাস্টার্স তা ভালো মত কইরা গোরের পলা গড়ে আসতে পারি সম্মান নিয়া. সকলে ভালো থাকবেন, আমার জন্য ও দোআ করবেন, প্লিস. কালকে আবার বস্সের লগে মিটিং আছে. হ্যাভ এ গুড মর্নিং টো অল. আমি আজকে ই প্রথম বাংলা লিখা সুরো করলাম, তাই খুব লিখতে ইচ্চাহ করছে, আয় জন্য ই লিখলাম লেখাটা.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।