হাবলু চা বিক্রি করে খায় । প্রতি কাপ চা সে ৩ টাকায় বিক্রি করে । কিন্তু হাবলু ভেবে দেখল আমেরিকাতে এই চা বিক্রি করলে সে প্রতি কাপ চাতে ৩$ (ডলার) করে পেত । যা বাংলাদেশি টাকায় ২৪০ টাকা । সুতরাং প্রতি কাপ চায়ে হাবলুর লস ২৩৭ টাকা ।
তাই হাবলু সিদ্ধান্ত নিল সে এখন থেকে প্রতিকাপ চা ২৪০টাকা করেই বিক্রি করবে ।
আমাদের সরকারও ঠিক হাবলুর নীতি অনুসরন করছে ।
সব ধরনের জ্বালানী তেলের দাম বাড়াই দিছে । কারন আমেরিকাতে বাড়ছে । এখন বিদ্যুৎ বিলও সেই হারে নিয়মিত আপডেট করছে ।
হাবলু আসলেই রকসসসসস....... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।