আমাদের কথা খুঁজে নিন

   

মুসা ইব্রাহীমের ফাঁসি চাই

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক ! মুসা ইব্রাহীম। ডিপার্টমেন্টের বড়ভাই হিসেবে চিনতাম তাঁকে । পরে আবার নতুন করে চিনলাম বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী হিসেবে । নিজের ডিপার্টমেন্টের অগ্রজ বলেই হয়তো- মনে হল নিজেই এভারেস্ট জয় করে ফেলেছি। দুই চির বিরুদ্ধবাদী নেত্রীকেও একটা ব্যাপারে একমত হতে দেখলাম- মুসা ইব্রাহীম বাংলাদেশের সোনার ছেলে।

প্রথম এভারেস্টজয়ী হিসেবে দুজনেই অভিনন্দন জানালেন তাকে । ভেবেছিলাম সব বাঙালিই ভেদাভেদ ভুলে এই উপলক্ষে উৎসবে মেতে উঠবে । কিন্তু , হা হতোস্মি । শুরু হল নানা অপপ্রচার । ব্লগে,ফেসবুকে,আড্ডায়।

আমি আজীবন সংশয়বাদী মানুষ। তাই সন্দেহের ঘুনপোকাটা আমার মগজেও কিটকিট করছিল। তখন মুসার তোলা ছবিগুলো নিজেই বিশ্লেষন করলাম shuttercounter.com ওয়েবসাইটে গিয়ে। ছবি বিশ্লেষণ করে ছবিগুলো তোলার প্রকৃতসময়,তারিখ,আলোর মাত্রা ইত্যাদি বিস্তারিত তথ্য পেলাম আর দূর হল সংশয়। নিজের কান নিজে একবার মলে দিয়ে মনে মনে বল্লাম- 'মুসা ভাই, আমার এই দীনতা ক্ষমা করবেন, বাঙালীর এই দীনতা ক্ষমা করবেন' তার কিছুদিন পরে আরো একজন নিজের কান নিজে মলে দিলেন।

তিনি হিমু, যিনি সচলায়তন ব্লগে ইর্ষার অচলা্যতনের চর্চা শুরু করেছিলেন নেভারেস্ট নাম দিয়ে। তিনি ইনিয়ে বিনিয়ে না লেখার মত করেই লিখলেন, মুসা এভারেস্টে চড়েছেন: http://www.sachalayatan.com/himu/35653 । মুসাবিরোধী অনলাইন প্রপাগান্ডা শিবিরের আরেক যোদ্ধা সজল খালেদের কাজটাও প্রশংশনীয়- অন্তত শেষমেষ নিজের ভুল বুঝতে পেরে চুপ করে থাকেননি । নিজের ফেসবুকের পাতাতেই নোট লিখে অভিনন্দন জানিয়েছেন মুসাকে ... Click This Link (যারা হিমুদের মিথ্যে প্রপাগান্ডা আর কচলা-কচলির ইতিহাসটা সবিস্তারে জানতে চান তাদের জন্য ফিউশন ফাইভের Click This Link ব্লগটাই যথেষ্ট) এরপর জল আর বেশীদূর গড়াবে না- এমনটাই ভেবেছিলাম। কিন্তু বাঙালী জাত বলে কথা।

ঐযে, নরকের গল্পটা মনে আছে? সব নরকের পাহারাদার আছে - কাড়ণ নরক থেকে লোকজন চান্স পেলেই পালিয়ে যায়। কিন্তু,বাঙালীরা যে নরকে থাকে সেখানে নাকি কোন পাহারাদার নেই। কারন ? একজন বাঙালী নরক থেকে পালাতে চাইলে অন্য বাঙালীরাই তার পা টেনে ধরে। আজ তার প্রমাণ পেলাম বিডিনিউজ২৪ এর সংবাদটা দেখে। Click This Link সংবাদটা পড়ে জানতে পারলাম ‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।

” মুসাও অগ্নিপুরুষ , মামলা ঠুকে দিয়েছেন সেই কালপ্রিটদের বিরূদ্ধে। মুসা বলেন, “লেখক ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করেছেন- যা অন্যায়। তিনি তা কোনোভাবেই করতে পারেন না। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে পারে সেই দায়বোধ থেকেই আমি মামলা করেছি। ” তবে মুসা ভাই, আমি আপনার ফাঁসী চাই ।

কারণ, কেন আপনি এই দেশে জন্মগ্রহণ করলেন? আর করলেনই বা যদি, কে বলেছিল বাংলাদেশের পক্ষে আপনাকে এভারেস্ট জয় করতে? জয় যখন করে ফেলেছেন, কী আর করা যাবে? মুসা ইব্রাহীমকে ফাঁসীতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেওয়া হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.