আত্মনির্ভরশীল,দুর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত একটি শিল্পোন্নত আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ আমরা তরুনরাই গড়ে তুলতে পারি। আর সে জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। কিছু খুব গুরুত্ব পূর্ণ প্রশ্নের উত্তর বোধহয় আমরা সবাই জানিঃ
১|সভার ট্রেজেডি এর প্রকৃত দোষীদের কোনো শাস্তি হবে?
-না
২|তদন্ত কমিটির কোনো প্রতিবেদনের ফলাফল আমরা জানতে পারবো?
-না
৩|সরকার কি আসলেই অন্তর থেকে এ ঘটনায় দুঃখিত?
-না
৪|এই ইস্যু সপ্তাহ খানেক পর কেউ মনে রাখবে?
-না
৫|২০০০০ আর ৩০০০ টাকার যে হাস্যকর ঘোষণা দেয়া হইসে তাও কি ঠিক মত পাবে সবাই?
-না
৬|প্রকৃত নিহতের সংখ্যা আম-জনতা জানবে কখনও?
-না
৭|অন্যান্য ভবন মালিকরা কি সচেতন হবে?
-না
৮|সরকারি-বিরোধী দল কি এই ইস্যুতে এক টেবিলে আসবে?
-কখনো না!
৯|নাস্তিক-আস্তিক, জামাত-শিবির-হেফাযত-আওয়ামীলীগ এত কিছুর কেচাল কি নিহতদের বা আহতদের কোন কাজে লাগবে?
-না
১০|সর্বোপরি এরকম দুর্ঘটনা,গরীব মানুষের গণ মৃত্যু বন্ধ হবে?
-না
আমারা বড়জোর দুইটা স্ট্যাটাস দিতে পারবো,যারা কাছা কাছি আসে তারা এক ব্যাগ রক্ত দিয়া ব্যপক মানসিক তৃপ্তি নিবে এবং স্ট্যাটাস দিয়া আরো কিছু ফলোয়ার বাড়াবে। তাদের জন্য যদিও অনেক শ্রদ্ধা কিন্তু আমাদের কারো সাধ্য নাই সামনের ভয়াবহ দিন গুলোর মোকাবেলা করার।
ভূমি কম্প ছাড়াই বিল্ডিং ধ্বসে পরছে।
ভাল একটা ভুমি কম্প হলে কয় লক্ষ লোক মারা যাবে? কি হবে পরিস্থিতি?
প্রধাণমন্ত্রীর বক্তব্য শুনে মনে হলো তিনি কোনো মহলকে বাঁচানোর চেষ্টা করছেন। বুকের ভিতর হৃদপিন্ডটা কি কালো কুচকুচে হয়ে গেছে আপনার?মানুষের থেকে এত বিচ্ছিন্ন কেন আপনি? আসে পাশের মিথ্যাবাদী চামচা গুলাকে সরান। তারাই আপনাকে ডুবাচ্ছে
এদিকে জাতীয় শোক ঘোষনা করার হলেও, জাতীকে বিনোদন দিতে ভুলে নাই মখা আলমগীর... আর কিছু না হক, মখার শিরায় শিরায় রস বিদ্যমান.......|| স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিবিসিকে বলেছেন, কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে। ||
যারা ইঞ্জিনিয়ারদের গালাগালি করছেন তাদের বলি,সৎ ইঞ্জিনিয়ার রা কেবল একটা কাজই করতে পারে,কাজে ইস্তফা দিয়ে চলে আসা।
কন্সট্রাক্টর খারাপ হলে ইঞ্জিনিয়ারদের হাত পা বাঁধা। তারা ডিজাইন করবে। দুই নাম্বার মাল দিয়ে বিল্ডিং বানালে তাদের কিছুই করার নাই। বেশি লাফালাফি করলে মন্ত্রীর অফিস থেকে ফোন আসবে। সব ঠান্ডা।
অনেক দূরে বসে আছি সাভার থেকে। অসহায়। কিছুই করার নাই। আমি যাদুকর নই তারপরও ঘটনার পরম্পরা গুলো জানি। আপনিও তো জানেন,তাই না? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।