আমাদের কথা খুঁজে নিন

   

একটায় যখন দিছি প্রত্রেক ট্রাতেই দ্রিমু

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মীয়মান ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হল’-এর সাইনবোর্ডে রবীন্দ্রনাথের নামের বানান ভুল লেখা হয়েছে। সাইনবোর্ডে লেখা হয়েছে ‘কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর হল’”-বাংলানিউজটোয়েন্টিফোর.কম ------------- অবাক হইবার কি আছে,ইহাতো ভানুবাবুর “একটায় যখন দিছি প্রত্রেক ট্রাতেই দ্রিমু “ থিওরী। ক্ষমতা বদলায় তো পণ্ডিত বদলায়, বানানও বদলায়, আরেক দল আসে তো আবারও পন্ডিত বানান সবই বদলায় । গত তিন যুগ ধরে তো তাই দেখলাম,“চীন বদলে হল চিন,সরকারী বদলে হল সরকারি,ডিগ্রী বদলে হল ডিগ্রি। তাই এরাও হয়তো ঐ ফর্মুলায় ফেলে রবীন্দ্রনাথকে ‘রবিন্দ্রনাথ’ করে নিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.