আমাদের কথা খুঁজে নিন

   

আরটিভির বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানি মামলা খারিজ

রেলের অর্থকেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের তৎকালীন এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খানের সাক্ষাৎকার প্রচার করায় বেসরকারি টেলিভিশন আরটিভির বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার ও সাক্ষাৎকারদাতার বিরুদ্ধে দায়ের করা ১ হাজার কোটি টাকার মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রোববার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরেশ মুখার্জি এ মামলা দায়েরের পর বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সা‍বিনা ইয়াসমীন মামলাটি খারিজ করে দেন। এর প্রতিক্রিয়ায় নরেশ মুখার্জি বাংলানিউজকে বলেন, “কোন গ্রাউন্ড না দেখিয়েই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আপীল করবো। ” তবে মামলা খারিজের পরপরই রোববারের আদালত শেষ হয়ে যাওয়ায় আদেশে কপি তুলতে পারেননি নরেশ মুখার্জি।

এর আগে আরটিভিতে প্রচার হওয়া সাক্ষাতকারের সূত্র ধরে দায়ের করা মামলায় সংশ্লিষ্ট রিপোর্টার বায়েজিদ আহমেদকে ২ নম্বর আসামি করা হয়। আর এক নম্বর আসামি করা হয় প্রতিষ্ঠানটির বার্তা সম্পাদক আনোয়ার হক। গাড়িচালক আজম খানকে করা হয় ৩ নম্বর আসামি। এছাড়া আজমের বর্তমান ঠিকানা হিসেবে ‘আরটিভি কার্যালয় ঢাকা’ ঠিকানা উল্লেখ করা হয়। মামলার আরজিতে বলা হয়, গত ৬ অক্টোবর রাতে আরটিভিতে রেলওয়ের দুর্নীতির ঘটনায় ওমর ফারুকের গাড়িচালকের সাক্ষাতকার প্রচার হওয়ায় ও ওই সাক্ষাতকারের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশ হওয়ায় সুরঞ্জিত সেনগুপ্তের এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে।

এ মামলা দায়েরের প্রতিক্রিয়ায় আরটিভির রিপোর্টার বায়েজীদ হোসেন বাংলানিউজকে তখন বলেন, “রুটিন এসাইনমেন্টের অংশ থেকে দায়িত্ব পালন করেছি মাত্র। আমাদের রিপোর্টে ড্রাইভারের বক্তব্য ছিলো। আমরা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিক্রিয়াও নিয়েছি। নিজেরা কিছুই রিপোর্টে সংযুক্ত করিনি। তাই মামলা কেন হলো তা বোধগম্য নয়।

” আগাম জামিনের জন্য আগামীকাল সোমবার তারা উচ্চ আদালতে যাবেন বলেও তখন বাংলানিউজকে জানিয়েছিলেন বায়েজীদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।