নীরব ভালবাসায় নতুন জীবন খুঁজছিলাম। নীল কন্ঠীরা নীরস মুখে বুঝাল তাদের নিজভাষা। নিশানা পেলাম বেশ। আজ নুইয়ে পড়েছে তারা হঠাৎ ২২ আগষ্ট! নীলাকাশ নেতানো যেন। নীল চোখগুলোও দেখি নীলবর্ণ।
নিশিদিন ভরা নিশ্বাস ফেলারা আজ নামধামহীন। নিকাহটা কবরই তবে নিশ্চিতদাতা আল্লাহর নামে।
আমার নীতিজ্ঞান আর ন্যায় বিচারের নজর। ন্যূনতম ধৈর্য নিয়েই আমি নীরের সন্ধানী। নিকাহ লাগে নারীনামী নিরঙ্কুশ নারীস্বভাবীর লগে।
নগদেই পেলাম নরমপন্থী নারীরাজ। নেচে উঠল নরবর করা নিস্তেজ প্রাণ।
নিষ্পত্তি আর নিস্তার মিলে নিশ্চিত নন্দনে। ভাগ্যে পেলাম নেয়ামত নীহারিকা। যেন নিয়তির নিমন্ত্রণ মোর জীবনের নামতা গুনে রেখেছিল।
বউ আমার নিরেট নারীজাতীয় নারী। নির্লোভ নির্মলতায় নির্মাণ করে আমাকেই নির্বাচন করেছে। স্রষ্টার নির্ধারিত নির্দেশপত্র আমাকেই শুনিয়েছে বউ। নিরাশ হইনি। পেয়েছি নিরাপদ নিরাপত্তা।
নিবেশ করি, পাই যেন নিয়মিত জান্নাত। নিরাশ নয়; নিরবধি সুখই পাই যেন নিরালায়.. (আমিন) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।