আমাদের কথা খুঁজে নিন

   

যে যায় ফিরে আসেনা... অথবা তুমি আর নেই সে তুমি!!

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা... মেয়েটার বয়স ১৫, মাত্র কৈশর পেরিয়ে তারুণ্যের দিকে হাটা ধরেছে সে। তার প্রতিবেশী, পাশের বাসার ছেলেটাকে তার ভালো লাগে। তাদের চেনা জানা প্রায় ১০ বছর ধরে। মেয়েটার নাম জনি আর ছেলেটা জিমি। জিমির বয়স ২২।

জনি একদিন জিমিকে একটা চিঠি লিখলো। কি লেখা ছিল সেই চিঠিতে? "Jimmy please say you'll wait for me I'll grow up someday you'll see Saving all my kisses just for you Signed with love forever true." হ্যা, জিমিকে সে ভালোবাসে, তার পবিত্র সব চুম্বন সে তুলে রাখবে জিমির জন্য। একদিন যখন সময় হবে, সে প্রাপ্ত বয়ষ্ক হবে, সেদিন সত্যিকারের সেই ভালোবাসা তুলে দেবে জিমির কাছে। কিন্তু বয়সের ব্যবধানটা যে বড্ড বেশি, ৭ বছর! জনির বড় হতে এখনো অনেক বছর বাকি। চিঠিটা পড়ে জিমি জনিদের বাসায় গেল আর জিমির কথা শুনে জনির চোখ বেয়ে ঝরে পরলো বৃষ্টির মত অবিরাম অশ্রু।

"Joni, Joni please don't cry You'll forget me by and by You're just fifteen and I'm twenty two, and Joni I just can’t wait for you." জিমি তার জীবন গড়ার কাজে হাত দিলো, শহর ছেড়ে পাড়ি জমালো অন্য শহরে, একটা চাকুরী জোগাড় হলো। সে টার জীবনটাকে গুছিয়ে নিতে চায়। কিন্তু ঐ যে সেই কথাগুলো, জনির বলা কথাগুলো তার বারবার মনে পরে যায়, বার বার... বার বার!! Jimmy please say you'll wait for me I'll grow up some day you'll see Saving all my kisses just for you Signed with love forever true. না, জিমি ফিরে যাবে জনির কাছে, তাকে বলবে হ্যা, সেও তাকে ভালোবাসে। তাকে নিয়ে জীবন শুরু করতে চায়। জিমি প্লেনের টিকেট কেটে জনির কাছে ফিরে এলো।

কিন্তু... অনেক কিছুই বদলে গেছে, বদলে গেছে জনিও। জিমির চোখে বাঁধভাঙা জল... "Jimmy, Jimmy please don't cry You'll forget me by and by. It's been five years since you've been gone Jimmy, I - (married) - your best friend John." ============================================ Don't Cry Joni গানটা যারা এখনো শোনেন নি তারা শুনে দেখতে পারেন। গানে কন্ঠ দিয়েছেন Conway Twitty এবং Joni Lee Jenkins। এদের সম্পর্ক আবার বাবা-মেয়ের। মুলত মেয়েকে গানের প্রতি আগ্রহী করতেই এই ডুয়েটটা লিখেছিলেন বাবা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।