'এই যে জনাব!'
'আমায় ডাকছেন?'
'জি, আপনাকে!'
'বলুন!'
'একটা প্রশ্ন করতে পারি?'
'জি করুন। '
'কেমন আছেন?'
'আমি কেমন আছি? হায়! তা বুঝাবো কি করে!!
হতাশা ফেলেছে ঘিরে আমায়
বিপদের বেত্রাঘাত।
পেছন থেকে টানছে দেখ্,
ভয়ংকরের বা' হাত!
মস্তিস্ক আমার গোরোম চুল্লি
রক্তাক্ত আঁধার মোর চোখে।
হতাশ এই জীবন, নেই আশ্বাস
জীবন আমার গেছে বেঁকে। '
'জাহান্নাম দেখেছেন?'
'না দেখিনি, তবে জানি তা হচ্ছে এক ভয়ংকর আগুনের খনি।
'
'ইবলিস সেই আগুনে বসে হাসে। '
'তাই?'
'হ্যঁ! তাই ই!!'
'তাহলে আমি ইব্লিস হব!'
'ইব্লিস হবেন??'
'হ্যঁ হ্যঁ, আমি ইব্লিস হব!!
ছোট্ট বেলায় দেখেছিলাম স্বপ্ন,
মানুষ হব আমি বড়ো।
মানবতায় বলিয়ান মহামানব আমি
মহত্বের ঝড় করব আমি ঝড়ো।
স্বারথপর এই বসুধা! স্বার্থপর এই মানব জাতি!
করেছে চুরমার আমার স্বপ্ন! দিয়েছে মরে ফাঁকি!
আমি ইব্লিস, আমি শয়তান
আমি হব দোযখের রাজা।
প্রতিশধের শিখা জালিয়ে
ছাড়খাড় করব মানবতা।
"
'আমাকে চিনেন? "চিনেন" নয়, বলব আমাকে চিনো??'
'না চিনি না!'
'চিনবে কি করে আমায়?
ভুলে ভরা তোমার জীবন
ভুলের পাহাড় গড়েছো তুমি।
ধ্বংস করেছ তোমার স্বপ্ন
চিড়্ করেছ তোমার বক্ষ ভূমি।
আমি সেথায় ছিলাম প্রতিক্ষন,
সহায়ত্বের হাত বেড়ে,
মুখ ফিরেও দেখনি আমায়
রেখেছো মোরে দূরে ঠেলে।
তোমার ভেতরের ওই দানব!!
পুঁষেছো তাকে যত্ন করে
করেছ তাকে মহাশক্তিধ্র
আমায় নিয়ে ভাবনি কভু
করেছ মোরে দুর্বল।
তবুও আমি রয়েছি বেঁচে
হই নি যে এখনো নিশ্চল।
'
'কে তুমি?'
'এখনো চিন্ছো না আমায়?'
'না!'
'আমি তোমার ধ্বংস প্রায়, বিধ্বস্ত বিবেক!' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।