কে তাহারে চিনতে পারে জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে বৃহস্পতিবার বিকেলে এক চিকিৎসক দম্পতির প্রান নাশের উদ্দেশ্যে এলাকার চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে হামলা চালানো হয়েছে। হামলায় এক অবুঝ শিশু কন্যাসহ তারা আহত হন। সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত প্রাইভেট কারে ব্যাপক ভাঙ্গচুর চালায়।
প্রত্যক্ষদর্শী ও হামালার শিকার চিকিৎসক দম্পতি সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম ও স্ত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সাবিহা সিদ্দিকা তাদের শিশু কন্যা জারা জাহিদকে নিয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় নিজেদের প্রাইভেট কার যোগে বাসায় ফিরছিলেন। জুড়ী আধুনিক হাসপাতালের সম্মুখে পৌঁছা মাত্র পুর্ব থেকে ও্যৎ পেতে থাকা হাসপাতালের বরখাস্তকৃত ডেপুটি ডাইরেক্টর আল আমিন তালুকদারের শ্যালক স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাবেদ আহমদ (২৩) এর নেতৃত্বে তিন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
রাম দা, কুড়াল ও হকি স্ট্রিক দিয়ে হামলা চালালে গাড়ীর গ্লাস, দরজা, জানালা ভেঙ্গে চুরমার হয়ে যায়। পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করেন। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিষয়টি জুড়ী পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এক প্রতিক্রিয়ায় জুড়ী আধুনিক হাসপাতালের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ডাঃ জাহিদুল ইসলামের তত্বাবধানে জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে সম্প্রতি ১১১টি নরমাল ডেলিভারী হয়।
যার ফলে এই ক্লিনিকটি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মডেল কমিউনিটি ক্লিনিক হিসেবে পরিচিত হয়েছে। তারমতো একজন মেধাবী ডাক্তারের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অফিসার ইনচার্জ মো: হাসানুজ্জামান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।