ভাবতেছি :P
আমার পছন্দের এবং সবচেয়ে বেশি পছন্দের অভিনেতাদের মধ্যে একজন ডেনজেল ওয়াশিংটন । জন্ম ২৮শে ডিসেম্বর, ১৯৫৪। অভিনয় জীবনের শুরু আগে থেকে করলেও ৯০এর দশক থেকে বড় বাজেটের মুভি করা শুরু করেন। তার প্রথম আলোচিত ছবির নাম “দ্য হারিকেন”। দুবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সহ মোট অ্যাওয়ার্ড জিতেছেন ৬০এর অধিক।
আমার দেখা অসাধারণ ও মাস্ট ওয়াচ কিছু মুভির নাম নিচের লিঙ্কে দেয়া আছে। সবগুলাকেই পারফেক্ট টেন বলা যাবে না, তবে এখন পর্যন্ত উনার এমন কোন মুভি দেখিনি যেটা দেখে এককথায় বলে ফেলা যায় ফালতু। প্রতিটা মুভি নিয়ে আলাদা করে লিখার ইচ্ছে ছিল কিন্তু এক পোস্টে এতকিছু দিতে গেলে গরু রচনা হয়ে যাবে। আরেকদিন নাহয় মুভিগুলা নিয়ে আলোচনা করা যাবে। তারআগে নিচের লিঙ্কের মুভিগুলার কোন একটাও না দেখে থাকলে চোখ বন্ধ করে ডাউনলোড করতে নিন আশাকরি চরম সময় কাটবে।
আর যারা অলরেডি সব দেখে ফেলেছেন তাদের বিরক্ত করার জন্য দুঃখিত
http://www.movieloversblog.com/oxy7/3131 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।